লুকনো আর গেল না, চতুর্থ ‘প্রেমিক’ অভিরূপের সঙ্গে রেস্তোরাঁয় গিয়ে ফাঁস শ্রাবন্তীর ছবি

বাংলাহান্ট ডেস্ক: মুখে তিনি যতই বলুন সিঙ্গল জীবন কাটাচ্ছেন, ভাইরাল ছবি কিন্তু অন‍্য কিছুই বলছে। কথা হচ্ছে টলিউড ডিভা শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়ের (srabanti chatterjee) ব‍্যাপারে। রোশন সিংয়ের সঙ্গে তৃতীয় বিয়ে ভাঙার পর থেকেই তিনি বারংবার দাবি করে এসেছেন এখন তিনি ‘সিঙ্গল’। অথচ একুশের বিধান সভা নির্বাচনের সময় থেকেই খবর ছড়ায় চতুর্থ বারের জন‍্য প্রেমে পড়েছেন শ্রাবন্তী।

তাঁর চতুর্থ প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী (abhirup nag chowdhury)। পেশায় ব‍্যবসায়ী অভিরূপের সঙ্গে একাধিকবার ছবি ভাইরাল হয়েছে অভিনেত্রীর। সম্প্রতি একসঙ্গে রেস্তোরাঁতেও গিয়েছিলেন দুজনে। সেই ছবি এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। কলকাতায় বিরাট কোহলির রেস্তোরাঁয় গিয়েছিলেন দুজনে।

IMG 20210620 091121
জানা যাচ্ছে, রেস্তোরাঁর দায়িত্বে থাকা ঊষসী সেনগুপ্তর আমন্ত্রণেই অভিরূপকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন শ্রাবন্তী। অভিনেত্রীকে ধন‍্যবাদ জানিয়ে ছবি শেয়ার করেছেন ঊষসী। এদিন নীল কালো শাড়িতে দেখা মিলেছে শ্রাবন্তীর। হাসিমুখে ক‍্যামেরার জন‍্য পোজ দিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/CZORrsUrSL6/?utm_medium=copy_link

আপাতত আদালতে তৃতীয় স্বামী রোশন সিংয়েরংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শ্রাবন্তীর। শোনা যাচ্ছে, রোশনের থেকে খোরপোশও দাবি করেছেন তিনি। ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ ধারা অনুযায়ী রোশনের থেকে খোরপোশও চেয়েছেন তিনি। রোশনের আইনজীবী জানিয়েছেন, রোশনের থেকে প্রতি মাসে ৭ লক্ষ টাকা করে খোরপোশ চেয়েছেন শ্রাবন্তী।

196098955 347417550083686 4251955122623884592 n
গত বছরে শোনা গিয়েছিল ছেলে ও হবু পুত্রবধূর সঙ্গে মালদ্বীপে যাওয়ার সময় শ্রাবন্তীর সঙ্গী হয়েছিলেন অভিরূপ। এমনকি তাঁর বিশ্বকর্মা পুজোতেও দেখা মিলেছিল অভিনেত্রীর। এ বিষয়ে শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিংয়ের দাবি, তিনি ও শ্রাবন্তী যখন প্রেম করছিলেন তখনো বিষয়টি প্রকাশ‍্যে আনতে দেননি অভিনেত্রী। এবারেও তেমনি কিছু সন্দেহ করছেন রোশন।

যদিও শ্রাবন্তীর দাবি তিনি নাকি ‘সিঙ্গল’। অপরদিকে অভিরূপ নাগ চৌধুরীও এখন সিঙ্গল। তাই মানুষ গসিপ করছে। তাঁরা একই বিল্ডিংয়ে থাকেন, বন্ধু সার্কেলও এক। আবার গত বছরেই সোশ‍্যাল মিডিয়ায় অভিরূপকে আনফলোও করেছেন শ্রাবন্তী। কিন্তু তলে তলে যে তাঁদের ‘বন্ধুত্ব’ বজায় রয়েছে তার প্রমাণ মিলল ছবিতেই।

Niranjana Nag

সম্পর্কিত খবর