বাংলাহান্ট ডেস্ক : আলাদা হয়ে গেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এবং রোশন সিং। করোনা কালের সময়েই দুজনের মধ্যে ফাটলের খবর প্রকাশ্যে এসেছিল। তারপর কাদা ছোড়াছুড়ি, দীর্ঘ বিতর্ক এবং আইনি লড়াই পেরিয়ে অবশেষে পাকাপাকিভাবে বিচ্ছিন্ন হলেন শ্রাবন্তী (Srabanti Chatterjee) রোশন। ৮ ই এপ্রিল তাঁদের তাঁদের বিবাহ বিচ্ছেদে শিলমোহর দিয়েছে আদালত। বর্তমানে তাঁরা আবার আগের মতোই ‘অপরিচিত’।
আইনি ডিভোর্স হল রোশন শ্রাবন্তীর (Srabanti Chatterjee)
সংবাদ মাধ্যমে ডিভোর্সের খবরের সত্যতা স্বীকার করে রোশন জানান, সবটাই খুব শান্তিপূর্ণ ভাবে মিটেছে। প্রেম, বিয়ে পর্বের আগে তাঁরা যেমন পরস্পরের অপরিচিত ছিলেন, ৮ ই এপ্রিল থেকে আবার তেমনি হয়ে যাবেন। জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসেই আইনি ডিভোর্সের প্রায় সমস্ত ধাপ সেরে রেখেছিলেন তাঁরা। শুধু বাকি ছিল দুজনের সই। এবার সেটাও মিটিয়ে নিয়ে খাতায় কলমে আলাদা হলেন শ্রাবন্তী (Srabanti Chatterjee) রোশন।
নতুন জীবনে পা রাখছেন রোশন: এতদিন বিষয়টা জনসমক্ষে আসতে দেননি কেউই। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বড় বদল এনেছেন রোশন। তাঁর ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে নতুন প্রেমিকা অনামিকা মিত্রের ছবি। তারপরেই তীব্র হয়ে ওঠে শ্রাবন্তীর (Srabanti Chatterjee) সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন। অবশেষে সবটা প্রকাশ্যে আনলেন রোশন। নিজের নতুন জীবন শুরুর দিকেও এক পা এক পা করে এগোচ্ছেন তিনি।
আরো পড়ুন : ‘মোদী হ্যায় তো…’, তাহাউর রানা ভারতে ফিরতেই ভাইরাল নমোর পুরনো টুইট! কী এমন ছিল তাতে?
অভিনয়ে আসবেন শ্রাবন্তীর প্রাক্তন: রোশন জানান, হয়তো চলতি বছরেই অনামিকার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। তবে সদ্য একটি বিয়ের বন্ধন থেকে মুক্ত হয়ে আপাতত নিজেকে সময় দিতে চান রোশন। তারপর এগোবেন নতুন সম্পর্কের পরিণতির দিকে। শ্রাবন্তীর (Srabanti Chatterjee) সঙ্গে বিচ্ছেদের পরেই প্রশ্ন উঠছে, রোশন কি এবার প্রাক্তনের মতোই অভিনয়ে পা রাখবেন? অভিনয় জগতে তাঁর যে বেশ চেনাজানা আছে তা আগেও জানিয়েছিলেন রোশন। এবার কি নিজেরই ক্যামেরার সামনে দাঁড়ানোর পালা? রোশন অবশ্য জানিয়েছেন, নিজের জিম নিয়েই তিনি খুশি। শ্রাবন্তীর (Srabanti Chatterjee) সঙ্গে পরিচয়ের আগেই অভিনয় দুনিয়া থেকে একাধিক বার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। কিন্তু তাঁর ইচ্ছা নেই অভিনয়ের।
আরো পড়ুন : সুপ্রিম রায়ের পরেই কেন্দ্রের নজরে ১০ হাজার প্রাইমারি শিক্ষক, চাকরি ধরে রাখতে জারি নতুন ‘ফতোয়া’
প্রসঙ্গত, ২০১৯ সালে গোপনে বিয়ে করেন শ্রাবন্তী রোশন। বিয়ের পরপর রোম্যান্সে ডুবে থাকতে দেখা যেত দুজনকে। প্রায়ই আদুরে ছবি শেয়ার করতেন তাঁরা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই চিড় ধরে দুজনের সম্পর্কে। আলাদা থাকতে শুরু করেন শ্রাবন্তী (Srabanti Chatterjee) রোশন। সে সময়ে কটাক্ষ, কাদা ছোড়াছুড়িও কম হয়নি। দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের জন্য চলছিল আইনি লড়াই। এমনকি শোনা গিয়েছিল, অভিনেত্রী নাকি বড়সড় অঙ্কের খোরপোশও চেয়েছেন। অবশেষে তিক্ত সম্পর্ক ভেঙে আলাদা হলেন রোশন শ্রাবন্তী।