ভরা সভায় আবীরকে এ কি নামে ডাকছেন শ্রাবন্তী? শুনেই অস্বস্তিতে পড়লেন অভিনেতা

বাংলা হান্ট ডেস্ক : লোক নেই জন অমনি ভরা সভায় সকলের সামনেই সহ অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে আদুরে নামে ডাকতে শুরু করে দিলেন টলি ডিভা শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সুন্দরী অভিনেত্রীর (Srabanti Chatterjee) মুখে সেই ডাক শুনে ততক্ষণে লজ্জায় লাল আবীর তথা পর্দার সুমন্ত ঘোষাল। কিন্তু হঠাৎ আবিরকে কেন আদুরে নামে ডাকতে গেলেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)?

আবীরকে ‘আদুরে’ নামে ডাকছেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)

প্রসঙ্গত পুজোতেই মুক্তি পেয়েছে পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত সিনেমা বহুরূপী। মুক্তির পথ থেকেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছে এই সিনেমা। শহরের প্রত্যেকটি সিনেমাহলেই হাউস ফুল হচ্ছে এই সিনেমা। বহুরূপীতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন খোদ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজে।

এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন কৌশানি মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তীর মত অভিনেতা-অভিনেত্রীরা। প্রত্যেকেরই অভিনয় এক কথায় মুগ্ধ করেছে দর্শকদের। এরই মধ্যে শহরের একটি নামী মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে এই সিনেমার স্পেশাল স্ক্রীনিং। সেখানেই সমস্ত কলা-কুশলীদের পাশাপাশি হাজির ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির এক ঝাঁক তারকা।

এদিন বহুরূপীর এই স্পেশাল স্ক্রীনিং-এ উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়-ও। সেখানে গিয়েই সহ অভিনেতা আবীরকে দেখে আদুরে নামে ডেকে ওঠেন শ্রাবন্তী। আর এই নাম তিনি ধার করেছেন অভিনেতার অনস্ক্রিন স্ত্রী পরীর কাছ থেকে। বহুরূপীতে আবির অভিনয় করেছেন একজন দাপুটে পুলিশ অফিসার সুমন্ত ঘোষালের চরিত্রে।

আরও পড়ুন : চড়া মেকআপের কটকটি থেকে নো-মেকআপের দিদিমণি! বহু বছর পর পজেটিভ চরিত্রে চান্দ্রেয়ী ঘোষ

গোটা সিনেমা জুড়ে এক দাগী ডাকাতের পিছনেই দৌড়াতে দেখা গিয়েছে তাঁকে। সিনেমায় সুমন্ত ঘোষালের স্ত্রী পরীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সিনেমায়  তিনি আবীর অর্থ্যাৎ অনস্ক্রিন স্বামী সুমন্তকে আদর করে ডাকতেন ‘বাবিসোনা’ বলে। আর এই নামটাই বেশ মনে ধরেছে শ্রাবন্তীর।

 

View this post on Instagram

 

A post shared by Cine Shutters (@cineshutters)


তাই এদিন সিনেমা দেখার পর সবাই যখন খোশ মেজাজে আড্ডার আসর বসিয়েছেন ঠিক তখনই সকলের সামনে আচমকা আবীরকে বাবি বলে ডাকেন শ্রাবন্তী। শুধু তাই নয় এর পরেই আবিরকে বাবি সোনা বলেও সম্মোধন করেন অভিনেত্রী। ব্যাস তাতেই হো হো করে হেসে ওঠেন সেখানে উপস্থিত সকলে। আর গোটা বিষয়টা উপভোগ করেন খোদ অভিনেতা আবীর চট্টোপাধ্যায় নিজেও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর