অভিরূপই এখন ধ‍্যানজ্ঞান! হ‍্যালোউইন পার্টিতে চর্চিত চতুর্থ প্রেমিকের সঙ্গে ভাইরাল শ্রাবন্তীর ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দুজনের বসবাস একই আবাসনে। একই বন্ধুবান্ধবদের গ্রুপের সঙ্গে আড্ডা দেন তাঁরা। তবুও অভিরূপ নাগ চৌধুরীর (abhirup nag chowdhury) সঙ্গে সম্পর্কের গুঞ্জন অস্বীকার করে আসছেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)। অভিরূপকে নাকি একটি হীরে ও প্ল‍্যাটিনামের আংটি উপহারন দিয়েছেন তিনি। একসঙ্গে জন্মদিন উদযাপন করেছেন দুজনে। এমনকি দিন কয়েক আগে ছেলে ও হবু বৌমার পাশাপাশি অভিরূপকেও সঙ্গী করে মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন শ্রাবন্তী। কথায় বলে যা রটে তার কিছু তো ঘটে। কিন্তু রটনার কিছুই মানতে রাজি নন শ্রাবন্তী।

তবে এবার ফের দুজনের একসঙ্গে সময় কাটানোর হাতেনাতে প্রমাণ পাওয়া গেল। সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে হ‍্যালোউইন পার্টিতে মজেছিলেন শ্রাবন্তী। আলো আঁধারি দিয়ে তৈরি করা ভূতুড়ে পার্টির আমেজ। হুক্কা, মদ সহযোগে চুটিয়ে পার্টি উপভোগ করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা মিলল অভিরূপেরও।


যদিও শ্রাবন্তীর নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করা একাধিক ছবি, ভিডিওর কোনোটাতেই দেখা যায়নি অভিরূপকে। খুব সতর্ক ভাবেই চর্চিত প্রেমিকের ছবি পোস্ট থেকে বিরত থেকেছেন অভিনেত্রী। তাঁর বক্তব‍্য, তিনি এখন পুরোপুরি সিঙ্গল।

https://www.instagram.com/p/CVsxDyfIgNh/?utm_medium=copy_link

সম্প্রতি শোনা গিয়েছিল ছেলে ও হবু পুত্রবধূর সঙ্গে মালদ্বীপে যাওয়ার সময় শ্রাবন্তীর সঙ্গী হয়েছিলেন অভিরূপ। এমনকি তাঁর বিশ্বকর্মা পুজোতেও দেখা মিলেছিল অভিনেত্রীর। এ বিষয়ে শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিংয়ের দাবি, তিনি ও শ্রাবন্তী যখন প্রেম করছিলেন তখনো বিষয়টি প্রকাশ‍্যে আনতে দেননি অভিনেত্রী। এবারেও তেমনি কিছু সন্দেহ করছেন রোশন।

https://www.instagram.com/p/CVubNNshm7t/?utm_medium=copy_link

অপরদিকে রোশনের সঙ্গে যাবতীয় সম্পর্ক ঝেড়ে ফেলতে উঠেপড়ে লেগেছেন শ্রাবন্তী। রোশনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন তিনি। সেই সঙ্গে ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ ধারা অনুযায়ী রোশনের থেকে খোরপোশও চেয়েছেন তিনি। রোশনের আইনজীবী জানিয়েছেন, রোশনের থেকে প্রতি মাসে ৭ লক্ষ টাকা করে খোরপোশ চেয়েছেন শ্রাবন্তী। আগামী ১৫ ডিসেম্বর হবে এই মামলার শুনানি।

X