যৌনাঙ্গে ইঁদুর! প্রাচীন পুরাণের প্রসঙ্গ টেনে ধর্ষকদের শাস্তির দাবিতে সরব শ্রাবন্তী

বাংলা হান্ট ডেস্ক : আর জি করের (RG Kar) তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের (Rape-Murder Case) ঘটনায় সাধারণ মানুষের মতোই প্রতিবাদে (Protest) সরব হয়েছেন বাংলা বিনোদন জগতের তারকারাও (Film Star)। এই মুহূর্তে সেলেবদের গলাতেও রয়েছে একই সুর, ‘জাস্টিস ফর আরজিকর’ (Justice For RG kar)। তিলোত্তমার হত্যাকারীদের উপযুক্ত শাস্তি চেয়ে ইতিমধ্যেই পথে নেমে মিছিল করেছিলেন টলি তারকারা।

ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)

তাঁদের মধ্যেই অন্যতম ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)।  সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথে নেমে আন্দোলন করার পাশাপাশি অপরাধীদের  উপযুক্ত শাস্তির দাবিতে দিয়েছিলেন স্লোগান। আর এবার ধর্ষকদের উপযুক্ত শাস্তির কথা জানিয়ে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন অভিনেত্রী।  শ্রাবন্তী (Srabanti Chatterjee) নিজের ইস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছিলেন।

সেখানে দেখা যাচ্ছে গরাদের পিছনে এক ব্যক্তিকে উলঙ্গ করে বেঁধে রাখা হয়েছে। একটা ইঁদুর সমেত খাঁচা রাখা হয়েছে তার নিন্মাঙ্গে। ইঁদুরটা ওই বন্দীর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে দিচ্ছে আর তার শরীর ভেসে যাচ্ছে রক্তে।

ওই ছবির ওপরেই ক্যাপশনে অভিনেত্রী (Srabanti Chatterjee) জানতে চেয়েছেন, ‘তোমাদের মধ্যে কতজনের মনে হয় ধর্ষণের জন্য এটাই উপযুক্ত শাস্তি?’ সেইসাথে শ্রাবন্তী এদিন জানিয়েছেন এই ধরনের শাস্তির কথা নাকি উল্লেখ করা হয়েছিল প্রাচীন গরুড় পুরাণে। এছাড়াও এদিন আরও একটি পোস্ট শেয়ার করে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন : ‘ভয় পাচ্ছি, মনে হচ্ছে আমি আটকে রয়েছি’! কীসের নিরাপত্তাহীনতায় ভুগছেন অরিজিৎ সিং?

সেখানে লেখা রয়েছে ‘বেটা পড়াও, বেটি বাঁচাও।’  অর্থাৎ ছেলেদের শিক্ষা দিয়ে মেয়েদের বাঁচাও। সম্প্রতি আরজিকরে তরুণী চিকিৎসকের  নির্মম হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদমাধ্যমে অভিনেত্রী জানিয়েছিলেন একজন মহিলা হিসেবে আরজিকরের তরুণীর সাথে ঘটে যাওয়া এমন নির্মম হত্যাকাণ্ড তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।

Srabanti Chatterjee

এ প্রসঙ্গে অভিনেত্রী এদিন তাঁর সাথে সোশ্যাল মিডিয়ার প্রতিনিয়ত যে ধরনের ট্রোল করা হয় তা নিয়েও মুখ খোলেন। শ্রাবন্তীর কথায়, ‘এটাও তো এক ধরনের নির্যাতন। মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায়, তাহলে কে দাঁড়াবে আর! আমরা ভালোভাবে বাঁচব কি করে?’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর