“ভিড়ের মধ্যে থেকে একটা হাত…”, শোতে গিয়ে হেনস্থার শিকার শ্রাবন্তী! পালটা যা করলেন…

বাংলাহান্ট ডেস্ক : ভক্তদের জন্যই তারকাদের জনপ্রিয়তা। একথা অস্বীকার করার নয়। কিন্তু মাঝে মাঝে ভক্তদের ‘ভালোবাসা’ এতটাই বেড়ে যায় যে তা সামলানো দায় হয়ে পড়ে। তখনই মেজাজ হারিয়ে বসেন তারকারা। ঘটে যায় অঘটন। সম্প্রতি যেমনটা ঘটেছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) সঙ্গে। ভিড়ের মাঝে আচমকাই রেগে গিয়ে একজনকে মেরে বসেন অভিনেত্রী।

শোতে গিয়ে বিপদে পড়েন শ্রাবন্তী (Srabanti Chatterjee)

কী ঘটেছে ব্যাপারটা? অভিনেতা অভিনেত্রীদের প্রায়ই বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানে যেতে হয়। বিশেষ করে তাঁদের মধ্যে অনেকেই ‘মাচা শো’ করে থাকেন। এমনি একটি শোয়ের জন্য অসমে গিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শ্রাবন্তী (Srabanti Chatterjee) উপস্থিত হতেই তাঁকে ঘিরে ধরেছেন জনতা।

Srabanti chatterjee did this with a fan but why

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও: নিরাপত্তারক্ষীরা রীতিমতো তাঁকে ঘেরাও করে মঞ্চের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু দুদিক থেকে জনতা অভিনেত্রীকে একবার ছোঁয়ার চেষ্টায় মত্ত। হঠাৎ করেই মারমুখী হয়ে উঠতে দেখা যায় শ্রাবন্তীকে (Srabanti Chatterjee)। তেড়ে গিয়ে এলোপাথাড়ি কিল চড় চালাতে থাকেন তিনি। ভাইরাল ভিডিওটি নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)।

আরো পড়ুন : “বিষাক্ত” প্রাক্তনই মিলিয়ে দিলেন, সায়ন্তকে সাইড করে মাঝরাতে এ কী করলেন দেবচন্দ্রিমা-কিরণ!

কী বললেন অভিনেত্রী: তিনি জানান, ঘটনাটি দু মাস আগেকার। যেখানে গিয়েছিলেন সেখানে নিরাপত্তা ব্যবস্থা তেমন ভালো ছিল না। হঠাৎ করেই ভিড়ের মধ্যে থেকে একটা হাত এগিয়ে এসে তাঁকে অশ্লীল ভাবে স্পর্শ করার চেষ্টা করে। শ্রাবন্তী (Srabanti Chatterjee) বলেন, সে সময়ে আর মাথায় কিছু ছিল না। পালটা হাতটা ধরে চড় ঘুষি মেরে দেন তিনি।

আরো পড়ুন: ছোটপর্দার “যখের ধন”, কী এই TRP যা কমলেই পটাপট বন্ধ হয় সিরিয়াল?

শ্রাবন্তীর কথায়, তাঁকে পাঁচজন মানুষ চেনে। তারপরেও তাঁর সঙ্গে যদি এমনটা হতে পারে, তাহলে সাধারণ মেয়েদের আরো কতই না অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়। শ্রাবন্তী পরিষ্কার বলেন, অসভ্যতা করতে এলে পালটা মারই দরকার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর