বাংলাহান্ট ডেস্ক: পরপর দুদিন বন দফতরের জেরার মুখে পড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। গলায় শিকল পরানো একটি বেজির ছানার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই সমস্যার সূত্রপাত। বন্যপ্রাণ সুরক্ষা আইনের আওতায় মামলা দায়ের হতেই নোটিস পাঠানো হয়েছে শ্রাবন্তীকে। ফলস্বরূপ পরপর দুদিন জিজ্ঞাসাবাদের মুখে অভিনেত্রী।
সোমবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল সল্টলেকের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল ও ডেটা ম্যানেজমেন্ট ইউনিটের অফিসে। কিন্তু শ্রাবন্তী হাজির হন অরণ্য ভবনে। শোনা যায়, সেখানে এক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে এদিন দেখা করেন শ্রাবন্তী।
তবে অরণ্য ভবন থেকে বেরোনোর পর তিনি ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেন। কিন্তু একদিনেই রেহাই পাননি শ্রাবন্তী। মঙ্গলবার ফের তাঁর ডাক পড়ে বন দফতরে। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ চালানো হবে খবর। বন দফতর সূত্রে খবর, ব্যাপারটা যে বেআইনি সেটা বুঝতে পারেননি শ্রাবন্তী।
সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি নিয়ে এত বিতর্ক, জানা যাচ্ছে শুটিংয়ের জন্যই সেই বেজির ছানাটি আনা হয়েছিল। ছানাটিকে দেখে ভাল লাগে শ্রাবন্তীর। তাই ছবি তুলে শেয়ার করেছিলেন নেটমাধ্যমে। কিন্তু এই বেআইনি ঘটনা ঘটল কীভাবে? শুটিংয়ের জন্য গলায় শিকল পরানো এক বেজির ছানাকে আনা হল কোথা থেকে? এসব প্রশ্নই জিজ্ঞাসাবাদে উঠে আসছে বলে খবর।
শ্রাবন্তী যতদিন না মুখ খুলছেন বা কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে ততদিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানা যাচ্ছে। তবে বন দফতরের এক আধিকারিকের দাবি, অভিনেত্রী যা করেছেন সবটা না জেনেশুনেই করেছেন। তিনি বাড়িতে কোনো বন্যপ্রাণী লুকিয়ে পুষছেন না। তবে সরাসরি যদি অপরাধ নাও করেন শ্রাবন্তী, তাহলেও যে তাঁর শাস্তি হবে না এমনটা কিন্তু এখনো স্পষ্ট বলেননি আধিকারিকরা।