মোদীকে দেখার উত্তেজনায় সারারাত ঘুম হয়নি, ব্রিগেডে যাওয়ার আগে বললেন শ্রাবন্তী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই যোগ দিয়েছেন বিজেপিতে (bjp)। রাজনীতিতে আসার পর এই প্রথম ব্রিগেডের (brigade) সভায় যাচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী চ‍্যাটার্জি (srabanti chatterjee)। প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) মুখোমুখি হবেন তিনি। উত্তেজনায় নাকি সারারাত ঘুমই হয়নি শ্রাবন্তীর।

সংবাদ মাধ‍্যমের ক‍্যামেরার মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, প্রথম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হবে তাঁর। উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারেননি। সকালেও উঠে পড়েছেন তাড়াতাড়ি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করবেন তিনি। তাঁকে বাংলায় আমন্ত্রণ জানাবেন বলে মন্তব‍্য করেন শ্রাবন্তী।


বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়েও মন্তব‍্য করেন শ্রাবন্তী। তবে তাঁর বক্তব‍্য, দল যা সিদ্ধান্ত নেবে সেটাই করবেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় ব‍্যক্তিগত আক্রমণ নিয়ে শ্রাবন্তী বলেন, তাঁর সংসারে কি ঘটছে না ঘটছে তা তো তিনি ছাড়া আর কেউ জানে না। সকলের ব‍্যক্তিগত জীবন থাকে। তবে তাঁকে প্রচুর মানুষ ভালবেসে এসেছে। তাই এসব কিছুতে খুব একটা পাত্তা দেন না তিনি।

মিঠুন চক্রবর্তী আসছেন ব্রিগেডে। খবর শুনে রীতিমতো উচ্ছ্বসিত শ্রাবন্তী। মিঠুনের উদ্দেশে তিনি বলেন, উনি একেবারে মাটির মানুষ। বিজেপির হয়ে সকলে মিলে সোনির বাংলা গড়ে তুলতে চান শ্রাবন্তী। জয় শ্রী রাম বলে বক্তব‍্য শেষ করতেও দেখা যায় তাঁকে।

প্রসঙ্গত, সম্প্রতি শহরের এক পাঁচতারা হোটেলে বিজেপির সাংবাদিক বৈঠকে দলের রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে গেরুয়া দলে যোগ দেন শ্রাবন্তী। হাতে তুলে নেন বিজেপির দলীয় পতাকা।

অপরদিকে রাজ চক্রবর্তী তৃণমূলে
যোগ দেওয়ার কয়েকদিন পরেই বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। সতীর্থকে রাজনীতিতে আসার শুভেচ্ছা জানিয়ে টুইট করে রাজ। শ্রাবন্তীকে শুভ কামনা জানাতে দেখা যায় তাঁকে। রাজের এমন আচরণে দৃষ্টতই খুশি নেটিজেনরা‌।

X