পাঁচ নম্বর বিয়েটা কবে করছেন? দুবাইতে স্বল্প পোশাকে ছবি শেয়ার করতেই কুৎসিত ইঙ্গিত শ্রাবন্তীকে

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেই ট্রোলড হতে হবে, এ যেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়ের (Srabanti Chatterjee) জীবনের এক অমোঘ সত‍্য। নেটদুনিয়ায় যে তাঁকে নিয়ে চর্চা হয়, হাসি মশকরা সে ব‍্যাপারে তিনি নিজেও যথেষ্ট ওয়াকিবহাল। কিন্তু পিছু হটার পাত্রী নন শ্রাবন্তী। ছবি, ভিডিও পোস্ট করতেই থাকেন তিনি।

ফেব্রুয়ারির শুরুতেই যেমন দুবাই ভ্রমণে গিয়েছিলেন অভিনেত্রী। সফরের শুরু থেকেই একের পর এক ছবি শেয়ার করেছিলেন তিনি। স্বল্প পোশাকে বোল্ড শ্রাবন্তীকে দেখে চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। সম্প্রতি সাদা পরী সেজে ফের দুবাই ডায়েরির পাতা ওলটালেন টলি ডিভা।

srabanti chatterjee jpg
ছোট্ট সাদা ড্রেসে একের পর এক ছবি শেয়ার করেছেন তিনি। দুবাইয়ের সমুদ্র সৈকতে সাদা বালির উপরে কখনো বসে, কখনো দাঁড়িয়ে ক‍্যামেরার লেন্সের সামনে পোজ দিয়েছেন তিনি। শর্ট ড্রেসের ফাঁকে স্পষ্ট ফর্সা উন্মুক্ত উরু, সুস্পষ্ট ক্লিভেজ। ক‍্যাপশনে শ্রাবন্তীর বার্তা, আনন্দটাকেই বেছে নিয়েছি।

https://www.instagram.com/p/CaKJdZBBiiP/?utm_medium=copy_link

কমেন্ট বক্সে বিচিত্র সব মন্তব‍্য করেছেন নেটনাগরিকরা। অনেকে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ। চোখই ফেরাতে পারছেন না তাঁর দিক থেকে। আবার অনেকে হাসি মশকরায় মেতেছেন। একজনের কটাক্ষ, ‘বুড়ো কালেও ঢং করতে হলো!’ আরেকজন আবার প্রশ্ন করেছেন, পাঁচ নম্বর বিয়েটা কবে করছেন শ্রাবন্তী? এমনকি একজন রীতিমতো কুরুচিকর ইঙ্গিতও করেছেন অভিনেত্রীকে।

IMG 20220220 122147
চলতি মাসের শুরুতেই বেদুইনদের দেশে পাড়ি দিয়েছিলেন শ্রাবন্তী। তবে একা নয়, দোকা!
হ‍্যাঁ, সূত্রের খবর মানলে প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও গিয়েছিলেন শ্রাবন্তীর সঙ্গে। যদিও বলা বাহুল‍্য, অভিরূপের সঙ্গে কোনো ছবিই শেয়ার করেননি অভিনেত্রী।

https://www.instagram.com/p/CZ3jNXgIymM/?utm_medium=copy_link

আপাতত আদালতে তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শ্রাবন্তীর। শোনা যাচ্ছে, রোশনের থেকে খোরপোশও দাবি করেছেন তিনি। ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ ধারা অনুযায়ী রোশনের থেকে খোরপোশও চেয়েছেন তিনি। রোশনের আইনজীবী জানিয়েছেন, রোশনের থেকে প্রতি মাসে ৭ লক্ষ টাকা করে খোরপোশ চেয়েছেন শ্রাবন্তী।

Niranjana Nag

সম্পর্কিত খবর