চার নম্বর বিয়ে করে রেকর্ড গড়বেন! সিঁদুর পরে ভিডিও বানিয়ে ট্রোল হলেন শ্রাবন্তী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: উঠতে বসতে ট্রোল হন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)। নতুন বছর আসলেও অভিনেত্রীর ট্রোল-ভাগ‍্য একই রয়ে গিয়েছে। বছর খানেক আগে ভেঙেছে তাঁর তৃতীয় বিয়ে। রোশন সিংয়ের সঙ্গে এখনো বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে। এর মধ‍্যেই শ্রাবন্তীর চর্চিত চতুর্থ প্রেমিক হিসাবে উঠে আসছে ব‍্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর নাম। যদিও বিষয়টা এখনো স্বীকার করেননি শ্রাবন্তী। কিন্তু সিঁথিতে সিঁদুর পরে একপ্রস্থ ট্রোলড হয়ে গিয়েছেন ইতিমধ‍্যেই।

সদ‍্য নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি রিল ভিডিও ও কয়েকটি ছবি শেয়ার করেছিলেন শ্রাবন্তী। নীল সিক‍্যুইনের শাড়ি, কালো স্লিভলেস ব্লাউজে লাস‍্যময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। তবে সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর সিঁথির জ্বলজ্বলে সিঁদুর। বলা বাহুল‍্য, ট্রোল করার সুযোগ হাতছাড়া করেননি নেটিজেনরা। কেউ কটাক্ষ করেছেন, চার নম্বর বিয়ে করে রেকর্ড করবেন শ্রাবন্তী, আবার কারোর প্রশ্ন তৃতীয় বিয়ে তো ভেঙে গিয়েছে। তাহলে সিঁদুর কার জন‍্য?


একজন স্পষ্ট বলেছেন, এভাবে সিঁদুর পরে অন‍্য বিবাহিত মেয়েদের অপমান করছেন শ্রাবন্তী। বরাবরের মতোই ট্রোল, সমালোচনার বিরুদ্ধে কোনো উত্তরই দেননি তিনি। কিন্তু ভিডিও ও ছবির কমেন্ট বক্সটি বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী।


আগামীতে একটি হরর থ্রিলার ছবিতে দেখা যাবে শ্রাবন্তীকে। তাঁর বিপরীতে রয়েছেন ওম সাহানি। ছবির নাম ‘ভয় পেয়ো না’। এর আগে একই ছবিতে অভিনয় করলেও দুজনের জুটি বাঁধা এই প্রথম। ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম অনন‍্যা এবং ওম অভিনয় করবেন চিকিৎসক আকাশের চরিত্রে। তাঁরা স্বামী স্ত্রী। কিন্তু শাশুড়ির সঙ্গে একেবারেই বনিবনা নেই তমসার, বরং সম্পর্ক খুবই খারাপ বলা চলে। শেষে ভয় দেখিয়ে শ্বশুরবাড়ি থেকে অনন‍্যাকে তাড়ানোর চেষ্টাও করা হয়। এই ঘটনা থেকেই শুরু আরো এক রহস‍্যের।

https://www.instagram.com/reel/CYVwIHgIb9R/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CYVxnW1BIPQ/?utm_medium=copy_link

এই প্রথম জুটি বাঁধছেন ওম শ্রাবন্তী। ছবিটি নিয়ে উত্তেজিত রয়েছেন দুজনেই। বিশেষ তেমন কিছু না জানালেও অভিনেত্রী বলেন, ছবির শেষে একটা বড়সড় চমক রয়েছে। চরিত্রটিকে আপাত সাধারন মনে হলেও ওই চমকটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তিনি নিজেও প্রথম বার গল্পটি শুনে চমকে গিয়েছিলেন। নিজে ভূতে ভয় পেলেও ভূতের ছবিতে অভিনয়ের সুযোগ ছাড়তে চান না।

সম্পর্কিত খবর

X