বাংলাহান্ট ডেস্ক: পরপর বিয়ে আর বিচ্ছেদ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) ব্যক্তিগত জীবনের কথা উঠলে এই বিষয়টাই সর্বপ্রথমে লাইমলাইটে উঠে আসে। রাজীব বিশ্বাস এবং কৃষাণ ব্রজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে এখনো খাতায় কলমে বিচ্ছেদটা হয়ে উঠতে পারেনি অভিনেত্রীর। আদালতে এখনো বিচ্ছেদের মামলা চলছে রোশন শ্রাবন্তীর।
বিগত প্রায় দেড় বছর ধরে মামলা লড়ছেন প্রাক্তন দম্পতি। ২০২১ এর সেপ্টেম্বর মাসে রোশনের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী। দুজনে অবশ্য তারও আগে থেকে আলাদা থাকতে শুরু করেছিলেন। প্রথমে প্রাক্তন স্ত্রীকে ডিভোর্স দিতে না চাইলেও পরবর্তীকালে আর শ্রাবন্তীর নাম শোনা যেত না রোশনের মুখে।
অবশ্য শুধু বিচ্ছেদই নয়, রোশনের কাছ থেকে খোরপোষ চেয়েও নাকি মামলা দায়ের করেছেন শ্রাবন্তী, এ খবর মিলেছিল আগেই। ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ ধারায় খোরপোষের মামলা দায়ের করেছিলেন তিনি। কিন্তু শ্রাবন্তীর কপাল খারাপ। আদালতে গিয়ে ফাঁপড়ে পড়েছেন তিনি নিজেই।
জানা যাচ্ছে, মঙ্গলবার খোরপোষের মামলায় অন্তর্বতীকালীন স্থগিতাদেশ জারি করেছে আদালত। কারণ শ্রাবন্তীর বিরুদ্ধে অপর একটি মামলা চলছে। ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারায় পারজারি অর্থাৎ হলফনামা দিয়ে আদালতে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন রোশন। খোরপোষের মামলায় স্থগিতাদেশ জারি করলেও মিথ্যে সাক্ষীর মামলা জারি থাকবে বলে জানিয়ে দিয়েছে আদালত।
রোশনের আইনজীবী সংবাদ মাধ্যমকে যে তথ্য দিয়েছেন তা থেকে জানা যাচ্ছে, মাসে ৭ লক্ষ টাকা করে প্রাক্তন স্বামীর থেকে খোরপোষ চেয়েছেন শ্রাবন্তী। যদিও আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, পারজারি মামলার রায় না বেরোনো পর্যন্ত খোরপোষের মামলা স্থগিত থাকবে।