সিঁথিতে জ্বলজ্বলে সিঁদুর, নতুন ‘বন্ধু’কে প্রকাশ‍্যে এনে আদুরে ছবি শেয়ার করলেন শ্রাবন্তী

বাংলাহান্ট ডেস্ক: তাঁকে নিয়ে যতই ট্রোল, সমালোচনা, বিতর্ক হোক না কেন তাঁকে অগ্রাহ‍্য করার ক্ষমতা নেই কারোর। তিনি শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)। যে কোনো ছবি, ভিডিও শেয়ার করলেই তা ভাইরাল হবেই। পাঁচজনে পাঁচ রকম কথা বলবে। শ্রাবন্তী কোনো নেতিবাচকতার উত্তর না দিলেও সমালোচনা থেকে বাঁচতে কমেন্ট বক্স অফ করে দেন।

সম্প্রতি দুটি ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে তাঁর নতুন ‘বন্ধু’। শ্রাবন্তীর সাজও নজর কেড়েছে নেটনাগরিকদের। তাঁর পরনে গোলাপী চুড়িদার, সিঁথিতে সিঁদুর, খোলা চুলে। কোলে একটি বেজির বাচ্চাকে নিয়ে হাসিমুখে লেন্সবন্দি হয়েছেন তিনি। তবে শাবকটির গলায় শিকল পরানো।

Srabanti Chatterjee Haircuts
ক‍্যাপশনে এই ছানাটিকেই নিজের ‘ছোট্ট বন্ধু’ বলে উল্লেখ করেছেন শ্রাবন্তী। সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লিখেছেন, ‘পশুপ্রেম’ ও ‘কিউটিপাই’। কমেন্টে অনেকে ‘ভুয়ো পশুপ্রেম’ এর অভিযোগ তুলে শ্রাবন্তীর সমালোচনা করেছেন। তিনি পশুপ্রেমের প্রচার করছেন, অথচ শাবকটির গলায় শিকল বাঁধা। এতে ছানাটির কষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। কয়েকজন আবার এখানেও অভিনেত্রীর ব‍্যক্তিগত জীবনকে টেনে এনেছেন।

https://www.instagram.com/p/CYvog-0Ik4z/?utm_medium=copy_link

এই মুহূর্তে হরর থ্রিলার ছবি ‘ভয় পেয়ো না’র জন‍্য শুটিং করছেন শ্রাবন্তী। তাঁর বিপরীতে রয়েছেন ওম সাহানি। এর আগে একই ছবিতে অভিনয় করলেও দুজনের জুটি বাঁধা এই প্রথম। ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম অনন‍্যা এবং ওম অভিনয় করবেন চিকিৎসক আকাশের চরিত্রে। তাঁরা স্বামী স্ত্রী। কিন্তু শাশুড়ির সঙ্গে একেবারেই বনিবনা নেই তমসার, বরং সম্পর্ক খুবই খারাপ বলা চলে। শেষে ভয় দেখিয়ে শ্বশুরবাড়ি থেকে তমসাকে তাড়ানোর চেষ্টাও করা হয়। এই ঘটনা থেকেই শুরু আরো এক রহস‍্যের।

1640785525 srabanti1
এই প্রথম জুটি বাঁধছেন ওম শ্রাবন্তী। ছবিটি নিয়ে উত্তেজিত রয়েছেন দুজনেই। বিশেষ তেমন কিছু না জানালেও অভিনেত্রী বলেন, ছবির শেষে একটা বড়সড় চমক রয়েছে। চরিত্রটিকে আপাত সাধারন মনে হলেও ওই চমকটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তিনি নিজেও প্রথম বার গল্পটি শুনে চমকে গিয়েছিলেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর