বাবাকেই বিয়ে করার শখ ছিল! শ্রাবন্তীর পুরনো ভিডিও নিয়ে শুরু কুরুচিকর ট্রোল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তিনি মুখ খুললেই ট্রোল হন। তাঁর অভিনয় নিয়ে যতটা না চর্চা হয় তার থেকেও বেশি আলোচনায় থাকে ব‍্যক্তিগত জীবন। হ‍্যাঁ, ঠিকই ধ‍রেছেন, তিনি টলিউড ডিভা শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (Srabanti Chatterjee)। তিন তিনটে বিয়ে বিচ্ছেদের পর ট্রোলারদের এক রকম সঙ্গে নিয়েই ঘোরেন অভিনেত্রী। এমনকি তাঁর পুরনো ভিডিও টেনে এনেও কুৎসা রটানো হচ্ছে।

সোশ‍্যাল মিডিয়ার দৌলতে বহু পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়‌। শ্রাবন্তীরও তেমনি একটি ভিডিও নতুন করে সামনে এসেছে। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘হ‍্যাপি পেরেন্টস ডে’তে মা বাবাকে সঙ্গে নিয়ে এসেছিলেন অভিনেত্রী। নিজের ছোটবেলার নানান গল্প শেয়ার করেছিলেন তিনি।


বাড়িতে বরাবরই সংষ্কৃতির চর্চা ছিল। কারণ শ্রাবন্তীর বাবাও থিয়েটার করতেন। বাবা মা দুজনেই নাকি চাইতেন মেয়েও বড় হয়ে অভিনয় জগতেই আসুক। তবে ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন শ্রাবন্তী। তার জন‍্য মারধোরও কম খাননি। এমনকি একবার নাকি মেয়েকে ন‍্যাড়াও করে দিয়েছিলেন অভিনেত্রীর বাবা। রাগ করে কথাও বন্ধ করে দিয়েছিলেন মেয়ের সঙ্গে।

কথা প্রসঙ্গে শ্রাবন্তী জানান, তাঁর বাবা এখনো ‘হ‍্যান্ডসাম হাঙ্ক’ রয়েছেন। ছোটবেলায় নাকি তিনি চাইতেন বড় হয়ে বাবাকেই বিয়ে করতে। তখন বাবাও মজা করে মেয়েকে বলতেন, আগে বড় তো হ! শ্রাবন্তীর মজা করে বলা এই কথাগুলো নিয়েই কুৎসিত ট্রোলে মেতেছেন নেটনাগরিকরা।

https://www.facebook.com/113449263729860/posts/561137645627684/

 

‘বাবাকে বিয়ে’ অভিনেত্রীর এই মন্তব‍্য নিয়ে কুরুচিকর কটাক্ষ করছেন কয়েকজন। আবার অনেকের প্রশ্ন, বড় হয়ে পরপর এতগুলো বিয়ে করলেন। এখন শ্রাবন্তীকে কিছু বলেন না বাবা মা? তবে কয়েকজন অভিনেত্রীর পক্ষ নিয়েই বলেছেন, ছোটবেলায় অমন কথা অনেক বাচ্চাই বলে থাকে। ঠাকুমা নাতি বা দাদু নাতনির মধ‍্যেও এমন মিষ্টি সম্পর্ক হয়‌। সেটাকে নোংরামির পর্যায়ে না নিয়ে যাওয়াই ভাল।


শ্রাবন্তী আপাতত ব‍্যস্ত নিজের আসন্ন ছবি নিয়ে। ওম সাহানির বিপরীতে ‘ভয় পেয়ো না’ ছবিতে অভিনয় করছেন তিনি। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে ‘ভূতুড়ে’ পোস্টার। তবে ছবির গল্পে আদৌ ভূত আছে নাকি লুকিয়ে অন‍্য কোনো রহস‍্য তা এখনো স্পষ্ট নয়।

সম্পর্কিত খবর

X