বাড়ির ছাদে ভূতের শিকার! পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যান শ্রাবন্তী

বাংলাহান্ট ডেস্ক: ছোট থেকেই ভূতের গল্পের পোকা শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)। এক সময় প্রচুর ভূতের গল্পের বই পড়েছেন। অলৌকিক ঘরানার ছবির দিকেও বিশেষ আগ্রহ তাঁর। ভূতের ছবি দেখতে এবং তাতে অভিনয় করতে দুটোই ভালবাসেন শ্রাবন্তী। এদিকে একা একা ভূতের ছবি দেখতেও ভয় তাঁর। কারণ নিজেই তো ভূতুড়ে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন!

টলিউডে এমন অনেকেই আছেন যারা অদ্ভূতুড়ে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তাদের মধ‍্যে একজন শ্রাবন্তী। তবে এ ঘটনা তাঁর শৈশবের। সেই স্মৃতি ঝালিয়ে শ্রাবন্তী জানান, নিজের বাড়ির ছাদে এমন ঘটনার শিকার হয়েছিলেন তিনি। ছাদে উঠে তিনি দেখেছিলেন, একটা আবছা অবয়ব মতো কেমন অদ্ভূত ভাবে দৌড়ে যাচ্ছে।

Srabanti Chatterjee Haircuts
তা দেখে ভয় পেয়ে তড়িঘড়ি পালাতে গিয়েছিলেন শ্রাবন্তী। তখনি হোঁচট খেয়ে সিঁড়ি দিয়ে পড়ে যান। সেদিন ওটা কী ছিল তা শ্রাবন্তী জানতে না পারলেও অভিনেত্রী বিশ্বাস করেন, যদি ঈশ্বর থাকেন তবে ভূতও আছে। ধনাত্মক শক্তি নাকি ঋণাত্মক শক্তিও থাকতে বাধ‍্য। এই প্রসঙ্গে শ্রাবন্তী এও জানান, কোনো মানুষের মধ‍্যে যদি এমন নেতিবাচক থাক খুঁজে পান তবে নিজেই দূরত্ব বাড়িয়ে নেন।

আগামীতে একটি হরর থ্রিলার ছবিতেই দেখা যাবে শ্রাবন্তীকে। ছবির নাম ‘ভয় পেয়ো না’। তাঁর বিপরীতে রয়েছেন ওম সাহানি। এর আগে একই ছবিতে অভিনয় করলেও দুজনের জুটি বাঁধা এই প্রথম।

ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম তমসা এবং ওম অভিনয় করবেন চিকিৎসক সুশান্তর চরিত্রে। তাঁরা স্বামী স্ত্রী। কিন্তু শাশুড়ির সঙ্গে একেবারেই বনিবনা নেই তমসার, বরং সম্পর্ক খুবই খারাপ বলা চলে। শেষে ভয় দেখিয়ে শ্বশুরবাড়ি থেকে তমসাকে তাড়ানোর চেষ্টাও করা হয়। এই ঘটনা থেকেই শুরু আরো এক রহস‍্যের।

এই প্রথম জুটি বাঁধছেন ওম শ্রাবন্তী। ছবিটি নিয়ে উত্তেজিত রয়েছেন দুজনেই। বিশেষ তেমন কিছু না জানালেও অভিনেত্রী বলেন, ছবির শেষে একটা বড়সড় চমক রয়েছে। চরিত্রটিকে আপাত সাধারন মনে হলেও ওই চমকটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তিনি নিজেও প্রথম বার গল্পটি শুনে চমকে গিয়েছিলেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর