বাংলাহান্ট ডেস্ক: বলিউড এখন ব্যাকফুটে। আঞ্চলিক ভাষার ছবি, বিশেষত দক্ষিণ ভারতীয় ছবিগুলি ব্যাপক হারে দর্শক টানছে। গত এক দেড় বছর ধরেই এই প্রবণতা দেখা যাবে হিন্দি বলয়ের দর্শক এবং বাঙালিদের মধ্যেও। সেই দক্ষিণ ভারতেই চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির জন্য পুরস্কৃত হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।
তেলেঙ্গানায় বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে পপুলার চয়েস বিভাগে ‘ভয় পেও না’ ছবিটির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শ্রাবন্তী। সম্মান পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। সংবাদ মাধ্যমকে জানান, হায়দ্রাবাদে অনেক ছবির শুটিং করেছেন তিনি। তবে ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া এই প্রথম বার।
শ্রাবন্তী বলেন, তাঁর বরাবর পুরস্কার পাওয়ার থেকে মানুষের প্রশংসা বেশি পছন্দ। তবে সেখানকার বাঙালি দর্শকদের তিনি ধন্যবাদ জানান তাঁকে এই সম্মানের যোগ্য মনে করার জন্য। কথায় কথায় বাংলা ইন্ডাস্ট্রি এবং দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি ও দর্শকদের মধ্যে পার্থক্যের কথাও তুলে ধরেন শ্রাবন্তী।
এখন দর্শকদের রীতিমতো অনুরোধ জানাতে হচ্ছে বাংলা ছবি দেখার জন্য, বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানোর জন্য। এ বিষয়ে অভিমান প্রকাশ করেন শ্রাবন্তীও। বাঙালি হয়েই অনেকে বলেন তারা বাংলা সিনেমা দেখেন না। এগুলো শুনলে অভিনেত্রী হিসাবে খারাপ লাগে শ্রাবন্তীর। তাঁর কথায়, মানুষের উচিত নিজের ভাষা, নিজের ইন্ডাস্ট্রিকে আগে গুরুত্ব দেওয়া, যেটা দক্ষিণ ভারতীয়রা করে।
শ্রাবন্তী বলেন, দক্ষিণীরা নিজেদের ভাষার ছবি দেখাকে ধর্ম বলে মানে। ছবি এবং কলাকুশলীদের রীতিমতো পুজো করে। বাঙালিরা সেটা করে না কেন? প্রশ্ন তুলেছেন শ্রাবন্তী। তাঁর মতে, বাঙালি হিন্দি ছবিতেও, কাজ করছে, দক্ষিণেও কাজ করছে, শুধুমাত্র প্রতিভার জোরেই। দর্শক বাংলা ছবি দেখলে অভিনেতা অভিনেত্রীরাও নিজেদের নিয়ে বেশি করে পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন বলে মনে করেন শ্রাবন্তী।