বাংলাহান্ট ডেস্ক: ব্যক্তিগত জীবনের জন্য প্রায়দিনই চর্চায় থাকেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। পেশাগত দিক দিয়ে যতই সফল হন না কেন তিনি, ব্যক্তিগত জীবনে সুখের মুখ দেখতে পাননি অভিনেত্রী। ভালবাসার টানে বারবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তিন তিনবার বিয়ে করেছেন শ্রাবন্তী, কোনোটা বেশ কয়েক বছর ধরে চলেছে, কোনোটার মেয়াদ আবার থেকেছে মাত্র এক বছর।
এই মুহূর্তেও তৃতীয় বিয়ে থেকে আইনত রেহাই পাওয়ার জন্য লড়ছেন শ্রাবন্তী। তবে তাঁর নতুন প্রেমের গুঞ্জন বন্ধ হওয়ার নামই নেই। সম্প্রতি শ্রাবন্তীর নাম জড়ায় জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্রর সঙ্গে। একটি কবি শপে তাঁদের একসঙ্গে ছবি ভাইরাল হওয়ায় আরোই মাথাচাড়া দেয় প্রেমের গুঞ্জন।
এ বিষয়ে আগে মুখ খুলেছেন পরিচালক। সবটা রটনা বলেই দাবি করেছেন তিনি। এবার সরব হলেন শ্রাবন্তী নিজে। তবে পরিচালকের মতো ঠাণ্ডা মাথায় নয়, বেশ ক্ষুব্ধ ভাবেই উত্তর দিয়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, তিনি পরিচালক শুভ্রজিৎ মিত্রকে ‘দাদা’ বলে মানেন। ডেট নয়, আগামী ছবি নিয়ে আলোচনা করতেই তাঁরা গিয়েছিলেন কফি শপে। খুব স্পষ্ট ভাবেই শ্রাবন্তী জানিয়ে দেন, এই ধরণের কুরুচিকর রটনা তাঁর মোটে পছন্দ নয়।
এর আগে এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রেমের সমস্ত গুঞ্জনই উড়িয়ে দিয়েছিলেন পরিচালক শুভ্রজিৎ। তাঁর কথায়, এই ধরণের গুঞ্জন ছড়ালে কিছুই করার নেই। এসব আটকানো সম্ভব নয়। তাঁদের কাজ পরিচিত মানুষজনদের নিয়ে। তাই সম্ভবত মানুষ এই ধরণের গসিপ করে। তবে শ্রাবন্তীর সঙ্গে তাঁর পেশার বাইরে আর কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র।
উল্লেখ্য, শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাঁর। কিন্তু সেখানেও বিপদে অভিনেত্রী। আদালতের তরফে অভিনেত্রীর করা খোরপোষের মামলা স্থগিত রেখে তাঁর বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেওয়ার মামলাটি জারি রাখা হয়েছে। উপরন্তু শ্রাবন্তীর বিরুদ্ধে ‘রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস’এ মামলা দায়ের করেছেন রোশন। এক্ষেত্রে রোশন যদি মামলায় জয়ী হন তাহলে আদালতের নির্দেশে আবারো প্রাক্তন স্বামীর কাছেই ফিরতে বাধ্য থাকবেন শ্রাবন্তী।