বাংলাহান্ট ডেস্ক: ভোটে হারার পরেই বিজেপি ছেড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তারপর থেকেই ফের তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা। কখনো তিনি শাসক দলের প্রচারে যাচ্ছেন, কখনো শাসক দলের নেতাদের দেখা যায় শ্রাবন্তীর ছবির প্রচারে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাহিত্য আকাদেমি পুরস্কার পাওয়া নিয়ে মতামত দিলেন অভিনেত্রী।
মুখ্যমন্ত্রীর সঙ্গে শ্রাবন্তীর ঘনিষ্ঠতা আগে দেখা গিয়েছে। সেই তিনিই যখন বিজেপির ঝান্ডা হাতে নিলেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন বইকি। শুধু তাই না, ‘পিসি ভাইপো’কে কটাক্ষ করে টুইটও করেছিলেন অভিনেত্রী। আবার ভোটে হেরে যাওয়ার পর সেই শ্রাবন্তীর আরেক রূপ।
টুইট করে বিজেপি ছেড়ে তৃণমূলের সভায় দেখা মিলেছিল তাঁর। দল ছাড়ার কারণ হিসেবে তাঁর যুক্তি ছিল, বাংলার জন্য কাজ করার কোনো ইচ্ছা বা আন্তরিকতা নেই বিজেপির মধ্যে। তাই তাঁর এই সিদ্ধান্ত।। শ্রাবন্তীর বাড়িতে একাধিক অনুষ্ঠানে এসেছেন বিধায়ক মদন মিত্র। এমনকি অতি সম্প্রতি ‘ভয় পেয়ো না’ ছবির প্রচারেও অভিনেত্রীর পাশেই ছিলেন বিধায়ক। এবার কি তবে ফুল বদলানোর পালা?
শ্রাবন্তীর অবশ্য দাবি, তাঁর রাজনীতি নিয়ে ভাবার সময় নেই এখন। আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, মদন মিত্র তাঁর বাবার বন্ধু। পরিবারেরই সদস্যের মতো। শ্রাবন্তীকে মেয়ের মতো ভালবাসেন বিধায়ক। অভিনেত্রীর কথায়, “ওঁর মতো মানুষ আমার ছবির প্রচারে এলে আমার ছবির সম্মান বাড়ে।”
মুখ্যমন্ত্রীর বাংলা সাহিত্য আকাদেমি পুরস্কার পাওয়া নিয়ে মন্তব্য করেছেন শ্রাবন্তী। অনেকেই যখন পরোক্ষে বা প্রত্যক্ষ ভাবে কটাক্ষ করছেন তখন উলটো পথে হাঁটলেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, ‘দিদি’ অনেক দিন ধরে কবিতা লিখছেন। কবিতার প্রতি তাঁর যে ভালবাসা এতদিনে তার সম্মান পেলেন মুখ্যমন্ত্রী।
দিদি কবিতার জন্য বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন, এর থেকে ভাল খবর আর কীই বা হতে পারে? শ্রাবন্তীর কামনা, মুখ্যমন্ত্রী আরো ভাল ভাল কাজ করুন আর আগামী দিনে আরো সম্মান পান।