বাংলাহান্ট ডেস্ক: টলিউডের ‘মোস্ট গ্ল্যামারাস’ অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee)। একাধিক বার বসেছেন বিয়ের পিঁড়িতে। ছেলে অভিমন্যুও এখন তরুণ। কিন্তু শ্রাবন্তীর বয়স যেন বাড়ার বদলে উলটে কমছে! হালকা মেকআপেই অনুরাগীদের মাথা ঘুরিয়ে দেওয়ার জোগাড় করছেন অভিনেত্রী।
নতুন বছরে পাহাড়ে ঘুরতে গিয়েছেন শ্রাবন্তী। সেখান থেকেই পরপর দুটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। স্লিভলেস গোলাপি ডিপ কাট পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। পেছনে পাহাড়ি নদীকে রেখে সেলফি তুলেছেন শ্রাবন্তী। উপচে পড়ছে অভিনেত্রীর গ্ল্যামার। তাঁর দিক থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা।
সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন শ্রাবন্তী। ‘টু স্টেটস’ ছবির জনপ্রিয় গান ‘মন মস্ত মগন’ গানের লাইনের সঙ্গে লিপ সিঙ্ক করেছেন তিনি।ভিডিওটি শেয়ার করতেই জোর গুঞ্জন উঠেছে নেটদুনিয়ায়। তবে কি রোশনকে এবার মিস করতে শুরু করেছেন অভিনেত্রী? নতুন বছরের শুরুতেই কি তার ইঙ্গিত দিলেন তিনি? এমনি প্রশ্ন উঠছে নেটমহলে।
এর আগেও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন শ্রাবন্তী। কুমার শানু ও অলকা ইয়াগনিকের গাওয়া ‘চুরা কে দিল মেরা’ গানের একটি বিশেষ অংশের সঙ্গে লিপ সিঙ্ক করেন তিনি। এই ভিডিওর মাধ্যমেই যে রোশনকে পরোক্ষে বার্তা দিয়ে দিয়েছেন তিনি তা নিয়ে সন্দেহের অবকাশ নেই নেটিজেনদের।
অপরদিকে নতুন বছরের শুরুতেই তিন বছরের প্রেম প্রকাশ্যে আনেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক। প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে প্রকাশ্যেই সম্পর্কের কথা স্বীকার করে নিলেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন অভিমন্যু। এক তরুণীর পাশে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হন তিনি। ক্যাপশনেই তিনি স্বীকার করে নেন তাঁদের তিন বছরের সম্পর্কের কথা। জানা গিয়েছে অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষ পেশায় একজন মডেল। তিনিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সম্পর্কের কথা।