গলায় মুণ্ডমালা, হাতে খড়গ, দেবী কালীরূপে ভাইরাল শ্রাবন্তী!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পরনে লাল বেনারসী, গলায় জবা ও মুণ্ডমালা, কপালে ত্রিনয়ন, এক হাতে শাণিত খড়গ অপর হাতে বরাভয়। দেবী কালী রূপে সোশ‍্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)। হঠাৎ অভিনেত্রীর কী হল যে এমন সাজে ধরা দিলেন তিনি? এ কী কোনো ফটোশুটের জন‍্য নাকি নতুন কোনো ছবি?

না, এর কোনোটাই না। হঠাৎ এমন সাজের কারণটা শ্রাবন্তী নিজেই জানিয়েছেন তাঁর পোস্টে। নিজের ইনস্টা হ‍্যান্ডেলের স্টোরিতে এই ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী। আসলে তাঁকে এমন সাজে সাজিয়েছেন এক ব‍্যক্তি। আয়ুশ সেনগুপ্ত নামে ওই ব‍্যক্তি একজন ডিজিটাল আর্টিস্ট। শ্রাবন্তী মা বিদতারিণীর রূপ তিনিই দিয়েছেন ডিজিটাল কারিকুরির মাধ‍্যমে। অনুরাগীর কাজ বেশ পছন্দ হয়েছে শ্রাবন্তীর। তাই নিজেই শেয়ার করে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।


এই মুহূর্তে ব‍্যক্তিগত জীবনে টানাপোড়েনের মধ‍্যে দিয়ে যাচ্ছেন শ্রাবন্তী। তাঁর তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে ডিভোর্সের মামলা চলছে। গত বছরের শেষ থেকেই রোশন ও শ্রাবন্তী আলাদা থাকছেন। কিন্তু অভিনেত্রী মুখ ফেরালেও বিয়েটা এখনো বাঁচানোর জন‍্য চেষ্টা করে চলেছেন রোশন।


গত মাসেই শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান বলে আদালতে গিয়ে জানিয়েছিলেন রোশন। হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারার ‘রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস’এর মাধ‍্যমে তখনকার মতো বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া রুখে দিয়েছিলেন তিনি। ১৪ জুলাই ছিল শুনানির দিন।

এদিন আদালতের নির্দেশ মেনে আইনজীবী সহ রোশন আদালতে উপস্থিত হলেও কোথাও দেখা যায়নি শ্রাবন্তীকে। শুধু নিজের আইনজীবীকে পাঠিয়েছিলেন তিনি। এদিনের শুনানি নিয়ে রোশনের আইনজীবী বলেন, সব দিক বিচার করে আগামী ২১ অগাস্ট আবার শুনানির দিন ধার্য করেছে আদালত। তবে সেদিনও যদি শ্রাবন্তী উপস্থিত না হন তবে একতরফাই শুনানি হবে।

X