‘এসব ছবি আর চলবে না, বোল্ড সিন করো’, শ্রাবন্তীর নতুন ছবির পোস্টার দেখে দাবি নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: স্বামী ওম সাহানির গলা জড়িয়ে দাঁড়িয়ে শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (Srabanti Chatterjee)। সুন্দর একটা রোম‍্যান্টিক ছবি হতে পারত। কিন্তু দুজনের মুখে হাসির বদলে ভয়ের ছাপ স্পষ্ট। উপরন্তু শ্রাবন্তীর মুখে রয়েছে রক্তের ছিঁটে! পেছন থেকে আবার কার যেন হাত জড়িয়ে রেখেছে অভিনেত্রীকে। সে হাত দেখলে বুক ধড়ফড় করে উঠবেই!

এ কেমন ছবি শেয়ার করলেন শ্রাবন্তী? ওই ভয়ঙ্কর হাত দুটিই বা কার? ওম শ্রাবন্তীর আগামী ছবির প্রথম পোস্টার একসঙ্গে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। ‘ভয় পেও না’ ছবিতে প্রথম বার ওমের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী। হরর ঘরানার ছবিতে দেখা যাবে দুজনকে। সেই ছবিরই প্রথম পোস্টার প্রকাশ‍্যে আনলেন অভিনেত্রী।


এতদিনে ছবি নিয়ে ধাপে ধাপে উত্তেজনা বাড়াচ্ছিলেন শ্রাবন্তী। কাশ্মীরে তাঁদের শুটিংয়ের ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। ওম শ্রাবন্তীর বিয়ের দৃশ‍্যের শুটিংও ছড়িয়ে পড়েছিল নেটমাধ‍্যমে। আর এবার প্রথম পোস্টার শেয়ার করলেন অভিনেত্রী।

নেটিজেনরা ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন ছবির প্রথম ঝলক দেখে। অনেকে উত্তেজিত, বাংলা সিনেমায় বহুদিন বাদে হরর থ্রিলার ঘরানার ছবি আসছে বলে। আবার একজন দাবি ক‍রেছেন, এই ধরনের ছবি আর চলবে না। শ্রাবন্তীর উচিত ঘনিষ্ঠ দৃশ‍্যে ভরা ছবি বানানো। তবেই দর্শকরা দেখতে যাবেন। তবে কোনো কমেন্টেরই কোনো উত্তর দেননি অভিনেত্রী।

https://www.instagram.com/p/CcSlO35BJGa/?igshid=YmMyMTA2M2Y=

ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম অনন‍্যা এবং ওম অভিনয় করবেন চিকিৎসক আকাশের চরিত্রে। তাঁরা স্বামী স্ত্রী। কিন্তু শাশুড়ির সঙ্গে একেবারেই বনিবনা নেই তমসার, বরং সম্পর্ক খুবই খারাপ বলা চলে। শেষে ভয় দেখিয়ে শ্বশুরবাড়ি থেকে তমসাকে তাড়ানোর চেষ্টাও করা হয়। এই ঘটনা থেকেই শুরু আরো এক রহস‍্যের।

এই প্রথম জুটি বাঁধছেন ওম শ্রাবন্তী। ছবিটি নিয়ে উত্তেজিত রয়েছেন দুজনেই। বিশেষ তেমন কিছু না জানালেও অভিনেত্রী বলেন, ছবির শেষে একটা বড়সড় চমক রয়েছে। চরিত্রটিকে আপাত সাধারন মনে হলেও ওই চমকটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তিনি নিজেও প্রথম বার গল্পটি শুনে চমকে গিয়েছিলেন।

সম্পর্কিত খবর

X