বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জীবনে কত ধরণেরই না চরিত্রে অভিনয় করতে হয় অভিনেতা অভিনেত্রীদের। এক ছবিতে যে দিদি, পরের ছবিতে সে হয়ে যায় মা। আবার এক ছবিতে যে বাবা, পরের ছবিতে সেই হয়তো হয়ে যায় নায়ক। সম্প্রতি এমনি অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি।
‘মায়ার বাঁধন’ ছবিটির কথা অনেকেরই মনে আছে হয়তো। সেই ছবিতে বাবা মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ এবং শ্রাবন্তী। তখন প্রায় ৯ বছরের পুঁচকে অভিনেত্রী। ক্যামেরার সামনে সেই প্রথম কাজ। তাও আবার ‘বুম্বাদা’র সঙ্গে। আর এখন অনস্ক্রিন বাবা-ই হয়ে গিয়েছেন নায়ক।
২৬ বছর পর ‘কাবেরী অন্তর্ধান’ ছবিতে আবারো একসঙ্গে কাজ করলেন প্রসেনজিৎ শ্রাবন্তী। এবার একে অপরের বিপরীতে। সোশ্যাল মিডিয়ায় দুটি ছবিতে দুজনের দৃশ্য নিয়ে তৈরি হয়েছে মিম-ও। অভিনেত্রী অবশ্য বেশ পছন্দ করেছেন মিমটা। এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, মায়ার বাঁধন ছবির পরে আরো কিছু কাজ করার কথা হয়েছিল তাঁদের। কিন্তু কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি।
শেষমেষ কাবেরী অন্তর্ধান এর দৌলতে আবার একসঙ্গে কাজ করতে পারলেন তাঁরা। শ্রাবন্তী জানান, মায়ার বাঁধন ছবিটার সময়ে বুম্বাদার পিঠে উঠে ঘুরে বেড়াতেন তিনি। কাবেরী অন্তর্ধান করার সময়েও নাকি প্রসেনজিৎ মজা করে বলতেন, ‘এখনও তোকে পিঠে নিয়ে ঘুরি?’ শ্রাবন্তী জানান, প্রথমে একটু ভয়ই লাগছিল তাঁর। কিন্তু প্রসেনজিৎ আপন করে নেওয়াতে সমস্ত জড়তা কেটে যায়।
কথায় কথায় শ্রাবন্তী জানান, প্রসেনজিৎ তাঁকে আগেই বলেছিলেন, একদিন তিনি তাঁর নায়িকা হবেন। তাঁর কথা মিলে গিয়েছে। আবার মায়ার বাঁধন ছবিতে শ্রাবন্তীর দাদা হয়েছিলেন সোহম চক্রবর্তী। প্রসেনজিৎ বলেছিলেন, তাঁরা দুজনেই বড় হয়ে নায়ক নায়িকা হবেন। অদ্ভূত ভাবে সেটাও মিলে গিয়েছে।