রোশনকে ডিভোর্স দিয়ে চর্চিত প্রেমিক অভিরূপের সঙ্গে পাহাড় ভ্রমণ! একগুচ্ছ ছবি শেয়ার করলেন শ্রাবন্তী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পুজোর আগে ফের উড়ুউড়ু মন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়ের (srabanti chatterjee)। চলতি মাসের শুরুতেই ফিরেছেন মালদ্বীপ থেকে ঘুরে। কলকাতায় এসে কিছুদিন কাটতে না কাটতেই ফের পাহাড়ে ছুটলেন অভিনেত্রী! তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল তো এমনটাই বলছে। পাহাড়ের কোলে বসে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী।

ছবিতে দেখা যাচ্ছে ব‍্যাকগ্রাউন্ডে পাহাড়, তার মাঝে হোটেলের লনে বসে রয়েছেন অভিনেত্রী। কালো ট‍্যাঙ্ক টপ আর ডেনিম হট প‍্যান্টে পাহাড়েও তাপমাত্রার পারদ চড়াচ্ছেন শ্রাবন্তী। শেয়ার করা এক একটি ছবিতে এক এক রকম অভিব‍্যক্তি। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘মুডস’‌। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এক লক্ষের একটু কম লাইক পড়েছে পোস্টে।


ছবিগুলি দেখে মনে হচ্ছে সম্ভবত এগুলি সাম্প্রতিক কোনো ছবি নয়। এর আগের বার যখন পাহাড়ে গিয়েছিলেন শ্রাবন্তী, ছবিগুলি তখনকারই। সে সময়েও টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছিল নতুন প্রেমিকের সঙ্গে নাকি পাহাড়ে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। সেখান থেকে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। কটেজের সামনের সবুজ লনে দাঁড়িয়ে শ্রাবন্তী। পেছনে কুয়াশা ঘেরা পাহাড়। সেই ছবিতেও একই পোশাক দেখা গিয়েছিল তাঁর। কিন্তু কার সঙ্গে পাহাড়ে গিয়েছিলেন তা খোলসা করেননি শ্রাবন্তী।

https://www.instagram.com/p/CUSmZiUBISQ/?utm_medium=copy_link

সম্প্রতি তৃতীয় স্বামী রোশন সিংকে বিবাহ বিচ্ছেদ মামলার নোটিস পাঠান শ্রাবন্তী। তৃতীয় স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শ্রাবন্তী। ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন অভিনেত্রী। রোশনের সঙ্গে নূন‍্যতম সম্পর্কটুকুও আর রাখতে আগ্রহী নন তিনি।

এ খবর মিলেছিল আগেই। রোশনের আইনজীবী সংবাদ মাধ‍্যমকে জানিয়েছেন, শ্রাবন্তী রোশনের কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চেয়েছেন। এর থেকে বেশি আর কিছু বলতে চাননি তিনি। কিন্তু শোনা যাচ্ছে, শুধুই বিয়ে ভাঙতে চেয়ে ক্ষান্ত হননি অভিনেত্রী। রোশনের থেকে খোরপোশও চেয়েছেন তিনি। তবে এই বিষয়ে এখনো মুখ খোলেননি শ্রাবন্তী বা রোশন কেউই।

X