বাংলাহান্ট ডেস্ক: তাঁর সৌন্দর্যের চর্চা গোটা টলি ইন্ডাস্ট্রি জুড়ে। যত দিন যাচ্ছে বয়সের সংখ্যাগুলো যেন উলটো দিকে ঘুরে যাচ্ছে। ছেলে তরুণ হয়ে গেলেও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (srabanti chatterjee) এখনো ‘ডিভা’। ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবনের বিতর্ক সামলেও গ্ল্যামার দিনকে দিন তাঁর। এ হেন শ্রাবন্তী কিনা নিজেরই মেকআপহীন ছবি দেখে ভয় পেয়ে গেলেন!
টুইটারে অভিনেত্রীর একটি ছবি শেয়ার করে তাঁকেই ট্যাগ করেছিলেন পরিচালক রানা সরকার। কালোর উপরে গোলাপি প্রিন্টের নাই স্যুটে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। চোখে চশমা, মেকআপহীন মুখ। পরিচালক জানিয়েছেন, চশমাটি তাঁরই। কিন্তু নিজের ছবি দেখে নিজেই চমকে গিয়েছেন শ্রাবন্তী। দুটো চমকে যাওয়ার ইমোজি দিয়ে টুইটে তাঁর উত্তর, ‘আমাকে ভয়ঙ্কর লাগছে’।
কমেন্ট বক্সে নানাজনে নানা কথা বলেছেন। একজন লিখেছেন, ‘সুন্দরী মানুষদের মনে হয় সৌন্দর্যের আলাদা মাপকাঠি থাকে। এটা যদি ভয়ঙ্কর হয় তাহলে আমার বাড়িতে সব আয়নাই আমি ভেঙে ফেলব।’ আরেকজনের বক্তব্য, শ্রাবন্তীর চোখগুলোই মূল আকর্ষণ। চশমা ছাড়াই বেশি সুন্দর দেখায় তাঁকে।
https://twitter.com/srabantismile/status/1459422870958837762?t=H8WbW6-0Bkhi6yolCT7Evw&s=19
আট মাস পর বিজেপির সঙ্গত্যাগ করলেন টলিউড অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই টুইট করে জানালেন এ খবর। দল ছাড়ার কারণ হিসেবে তাঁর যুক্তি, বাংলার জন্য কাজ করার কোনো ইচ্ছা বা আন্তরিকতা নেই বিজেপির মধ্যে। তাই তাঁর এই সিদ্ধান্ত।
ব্যক্তিগত জীবনেও টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছেন শ্রাবন্তী। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে। শ্রাবন্তীর রাজনীতিতে পা রাখার সময়ে সংবাদ মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন রোশন। কিন্তু এবারে বিজেপি ছাড়ার খবরে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
এদিকে বিজেপি ছাড়ার দিনই আবার তৃণমূলে যোগদানের জল্পনা বাড়িয়ে দেন শ্রাবন্তী। নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে অভিমান প্রকাশ করেছিলেন শ্রাবন্তী। তাঁর অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলতে দেওয়া হয়নি তাঁকে।
বৃহস্পতিবার বিজেপি ছাড়তেই সেই প্রশ্ন উঠল আবারো। এবার কি তবে তৃণমূলমুখী শ্রাবন্তী? জল্পনা উড়িয়ে দেননি টলি অভিনেত্রী। তাঁর ছোট্ট উত্তর, ‘সময়ই উত্তর দিক’। নিজের জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছা বার্তা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন শ্রাবন্তী। তাই গেরুয়া শিবির ছাড়ার পর দল তিনি বদলান কিনা সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে।