বিকিনি পরে ছবি চাই এবার, সাদা শার্টে লাস‍্যময়ী শ্রাবন্তীকে দেখে বায়না জুড়লেন নেটনাগরিক

   

বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক তাঁর নিত‍্যসঙ্গী। ট্রোল, সমালোচনাকে পাথেয় করেই জীবনে এগিয়ে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)। অভিনয়ের থেকে মূলত তাঁর ব‍্যক্তিজীবনের প্রতিই বেশি আগ্রহ আমজনতার। বিশেষত রোশন সিং এর সঙ্গে তৃতীয় বিয়ে ভাঙার পর ব‍্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর (abhirup nag chowdhury) সঙ্গে যেদিন থেকে তাঁর প্রেমের গুঞ্জন প্রকাশ‍্যে এসেছে, সেদিন থেকেই নতুন করে ট্রোলের শিকার হয়েছেন শ্রাবন্তী।

সাক্ষাৎকারে একাধিক বার তিনি দাবি করেছেন, অভিরূপ তাঁর শুধুই বন্ধু। দুজনের ফ্রেন্ড সার্কেল এক, তাই এত কানাঘুঁষো। কিন্তু নেটিজেনরা তো তা মানার পাত্র নন। অতি সম্প্রতি ছেলে অভিমন‍্যু ও হবু বৌমা দামিনী ঘোষের সঙ্গে মালদ্বীপ পাড়ি দিয়েছেন শ্রাবন্তী। শুধু কি তাঁরা তিনজনই, নাকি সঙ্গে রয়েছে আরো কেউ?

Srabanti Chatterjee Images10
প্রশ্ন উঠতেই টলি ইন্ডাস্ট্রির ভেতরকার গুঞ্জন, এক মাত্রায় পৃথক ফল হতে পারে না। অভিরূপের সঙ্গেই রয়েছেন শ্রাবন্তী। ছেলে ও তাঁর প্রেমিকার পাশাপাশি নিজের প্রেমটাও আরেকবার ঝালিয়ে নিচ্ছেন অভিনেত্রী। অবশ‍্য এসবই গুঞ্জন, শ্রাবন্তীর ইনস্টাগ্রাম দেখে কোনো প্রমাণই মেলার জো নেই। মালদ্বীপের বিলাসবসহুল রিসর্ট এবং প্রাকৃতিক সৌন্দর্যের টুকরো ছবিই তুলে ধরছেন তিনি সোশ‍্যাল মিডিয়ার পাতায়।

https://www.instagram.com/p/CS-2qmuo7B7/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CS6ZMZxIol4/?utm_medium=copy_link

তাই বা কম কী? নীল জলের স্বর্গরাজ‍্যে গিয়েই যেন ডানা মেলেছেন শ্রাবন্তী। প‍্যান্ট ছাড়াই ফিনফিনে সাদা শার্টে, হাতে পানীয়ের গ্লাস নিয়ে সুইমিং পুলের ধারে পোজ দিয়েছেন অভিনেত্রী। মাঝে মালদ্বীপের মাদকীয় নাইট লাইফের কিছু ছবি শেয়ার করেছিলেন। বুধবার ফের তাঁর ইনস্টাগ্রামের দেওয়ালে শার্ট লুকে শ্রাবন্তী। কখনো চোখে সানগ্লাস এঁটে সাদা বালির উপর আধশোয়া হয়ে পোজ দিয়েছেন, আবার কখনো এলো চুলে আলতো আঙুল চালানোর ফাঁকে ক‍্যামেরাবন্দি হয়েছেন সুন্দরী শ্রাবন্তী। তাঁর পা তখন ছুঁয়েছে নীল জল।

https://www.instagram.com/p/CS8pDJhITr0/?utm_medium=copy_link

সহ অভিনেত্রীকে দেখে মুগ্ধ মিমি চক্রবর্তীও। কমেন্টে তাঁর আগুনের ইমোজিই বুঝিয়ে দিয়েছে মুগ্ধতা। নেটিজেনরাও ক্লিন বোল্ড শ্রাবন্তীর রূপে। কেউ কেউ আবার আবদার করে বসেছেন, বিকিনিতে ছবি চাই অভিনেত্রীর। তবে এসব ট্রোল, কটাক্ষ থেকে এখন অনেক দূরে শ্রাবন্তী। প্রেমিক, ছেলে, হবু বৌমাকে নিয়ে চুটিয়ে উপভোগ করে নিচ্ছেন মালদ্বীপ ডেজ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর