নুসরতহীন একা জীবনে নিখিলের সঙ্গী হলেন শ্রাবন্তী! নিজেই সোশ‍্যাল মিডিয়ায় সত‍্যি করলেন জল্পনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছরের শেষের দিকেই তৃতীয় সংসার ভাঙার গুঞ্জনে রাতারাতি লাইমলাইটে উঠে আসেন শ্রাবন্তী চ‍্যাটার্জি (srabanti chatterjee)। একে অপরের থেকে আলাদা থাকা, সোশ‍্যাল মিডিয়ায় আনফলো এবং সবশেষে রোশন সিং স্পষ্টই জানিয়ে দেন, তাঁর জীবনে শ্রাবন্তী এখন অতীত। কিছুদিন কাটতে না কাটতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে নুসরত জাহান (nusrat jahan) ও নিখিল জৈনের (nikhil jain) সঙ্গেও।

তবে এক্ষেত্রে আরো গুঞ্জন ওঠে নিখিলকে ভুলে যশ দাশগুপ্তর প্রেমে পড়েছেন নুসরত। এই প্রসঙ্গে সরাসরি কেউ মুখ না খুললেও নিখিল যে বেশ একা হয়ে পড়েছেন তা আকারে ইঙ্গিতে সোশ‍্যাল মিডিয়া পোস্টেই জানিয়েছেন। এবার তাঁর একা জীবনে সঙ্গী হয়ে এলেন খোদ শ্রাবন্তী! নুসরতের সঙ্গে যেটুকু সম্পর্ক ছিল তাও অবশেষে চুকিয়ে ফেললেন নিখিল।


নিখিলের ক্লোদিং ব্র‍্যান্ড ‘রঙ্গোলি’র কথা সকলেই জানেন। নুসরত নিজেই ছিলেন স্বামীর ব‍্যবসার ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর। কিন্তু সম্প্রতি ব‍্যক্তিগত জীবনের তিক্ততার পর সেই আঁচ এসে লেগেছে পেশাগত জীবনেও। রঙ্গোলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও অবশেষে আনফলো করে দেওয়া হল নুসরতকে। বদলে সেই জায়গা নিলেন শ্রাবন্তী।

ইতিমধ‍্যেই রঙ্গোলির হয়ে প্রচারেও নেমে পড়েছেন শ্রাবন্তী। রঙ্গোলির ৩১ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কিছু অফার সম্পর্কে ঘোষনা করতে দেখা যায় তাঁকে। সোশ‍্যার মিডিয়াতেও অফিশিয়ালি রঙ্গোলি পরিবারে স্বাগত জানানো হয় শ্রাবন্তীকে। তবে নুসরতকে সরিয়ে ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর পদে শ্রাবন্তীই বসলেন কিনা তা অবশ‍্য জানা যায়নি।

https://www.instagram.com/p/CLCD_WUj322/?igshid=1jq6gs23uchr2

এমনকি নিজের ভাবনাপ্রসূত ক্লোদিং ব্র‍্যান্ড ‘ইয়ুভ’ এর সঙ্গেও আর সম্পর্ক নেই নুসরতের। সেখানেও ভাগ বসিয়েছেন শ্রাবন্তী। ইয়ুভের শাড়িতে সম্প্রতি ফটোশুট করতে দেখা গিয়েছে তাঁকে। কাজেই এরপর রঙ্গোলি বা নিখিল জৈনের তরফে এই বিষয়ে কি বার্তা দেওয়া হয় সেই দিকেই নজর কৌতূহলী নেটপাড়ার।

সম্পর্কিত খবর

X