তৃতীয় ডিভোর্সের মামলার মধ‍্যেই ওমের সঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে টলিপাড়ায়। খাস টলিউডের কোনো তারকা এখনো পর্যন্ত বিয়ের পিঁড়িতে না বসলেও মুম্বই নিবাসী বাঙালি অভিনেত্রীরা বাঙালি রীতিতেই বিয়ে করেছেন। তবে টলিপাড়ায় বিয়ের খবর না মিললেও নতুন জুটির খবর মিলেছে। নতুন বছর এখনো শুরু হয়নি। তার আগেই জুটি বাঁধছেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee) ও ওম সাহানি (om sahani)।

দুজনেই টলি ইন্ডাস্ট্রির পরিচিত এবং জনপ্রিয় মুখ। শ্রাবন্তী আপাতত তৃতীয় বিয়ের আইনি বিচ্ছেদের মামলা লড়ছেন। অপরদিকে গত বছরেই অভিনেত্রী মিমি দত্তর সঙ্গে বিয়ে সেরেছেন ওম। তবে শ্রাবন্তী ওমের এই জুটি কিন্তু রিয়েল লাইফে নয়, রিল লাইফে। আসলে একটি নতুন ছবিতে এই জুটিকে দেখতে পাবেন দর্শকেরা। ছবির নাম ‘ভয় পেয়ো না’। এর আগে একই ছবিতে অভিনয় করলেও দুজনের জুটি বাঁধা এই প্রথম।


ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম তমসা এবং ওম অভিনয় করবেন চিকিৎসক সুশান্তর চরিত্রে। তাঁরা স্বামী স্ত্রী। কিন্তু শাশুড়ির সঙ্গে একেবারেই বনিবনা নেই তমসার, বরং সম্পর্ক খুবই খারাপ বলা চলে। শেষে ভয় দেখিয়ে শ্বশুরবাড়ি থেকে তমসাকে তাড়ানোর চেষ্টাও করা হয়। এই ঘটনা থেকেই শুরু আরো এক রহস‍্যের।

এই প্রথম জুটি বাঁধছেন ওম শ্রাবন্তী। ছবিটি নিয়ে উত্তেজিত রয়েছেন দুজনেই। বিশেষ তেমন কিছু না জানালেও অভিনেত্রী বলেন, ছবির শেষে একটা বড়সড় চমক রয়েছে। চরিত্রটিকে আপাত সাধারন মনে হলেও ওই চমকটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তিনি নিজেও প্রথম বার গল্পটি শুনে চমকে গিয়েছিলেন।

শ্রাবন্তী আরো জানান, ওম এবং তাঁর স্ত্রী মিমি দুজনেই তাঁর খুব ভাল বন্ধু। অভিনেতা হিসাবেও ওমের প্রশংসা করেন তিনি। মাস কয়েক আগে ‘লকডাউন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শ্রাবন্তী ও ওম। তার আগে হুল্লোড় ছবিতেও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। ‘ভয় পেয়ো না’ হরর থ্রিলারটি পরিচালনা করছেন নবাগত পরিচালক অয়ন দে।

প্রসঙ্গত, এই মুহূর্তে নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সে নৃত‍্যগুরুর আসনে দেখা যাচ্ছে ওমকে। কয়েকবার শ্রাবন্তীও বসেছেন বিচারকের আসনে। তবে শোয়ের শুটিং অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। গ্র‍্যান্ড ফিনালে আসতেও আর বেশি দেরি নেই।

সম্পর্কিত খবর

X