বাংলাহান্ট ডেস্ক: বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করার পরেও তাঁর নামে কুৎসিত অভিযোগ আনা হচ্ছে বলে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (srabanti chatterjee) দিকে আঙুল তুলেছেন রোশন সিং (roshan singh)। অভিনেত্রীর বন্ধুদের মারফত নাকি তিনি খবর পেয়েছেন তাঁর ব্যাপারে নোংরা অভিযোগ করছেন শ্রাবন্তী। মঙ্গলবারই সংবাদ মাধ্যমের কাছে প্রাক্তন স্ত্রীয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রোশন। তার পরপরই পালটা উত্তর এল শ্রাবন্তীর তরফে।
না, সরাসরি কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। বরং নিজের ইনস্টা স্টোরিতে এক অজানা লেখকের একটি লেখা শেয়ার করেছেন তিনি। সেখানে লেখা, ‘মেয়েটা খুব ক্ষমাশীল। তার হৃদয় খুব বড় ছিল। কাউকে ছেড়ে যাওয়ার কথা সে জানতোও না। কারণ সে যাদের ভালবাসত তাদের মধ্যে শুধু ভালোটাই দেখতে পছন্দ করত। কিন্তু বহুবার মেয়েটিকে ছেড়ে যাওয়া হয়। এরপর যারা তাকে কষ্ট দিয়েছে তাদের ছেড়ে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না।’
শ্রাবন্তীর এই পোস্ট দেখেই জল্পনা শুরু হয়েছে নেটমহলে। আলাদা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াকে ঢাল বানিয়ে পরোক্ষে একে অপরের দিকে তীর ছুঁড়তে দেখা গিয়েছে শ্রাবন্তী রোশনকে। এবারেও কি তেমনটাই করলেন অভিনেত্রী? পরোক্ষে কি তিনি এটাই বোঝালেন যে রোশনকে ক্ষমা করবেন না? প্রশ্নটা ভাবাচ্ছে নেটিজেনদের।
মঙ্গলবার রোশন অভিযোগ করেন, শ্রাবন্তী নাকি তাঁর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, প্রাক্তন স্ত্রীর অনেক বন্ধুর সঙ্গেই এখনো যোগাযোগ রয়েছে তাঁর। তাঁরাই নাকি রোশনকে বলেছেন, শ্রাবন্তী দাবি করেছেন যে রোশন মোটা, তাই যৌন সঙ্গমে তিনি সক্রিয় নন। রোশনের ক্ষুব্ধ অভিযোগ, “এ ধরনের নোংরা অভিযোগও উঠছে আমার বিরুদ্ধে। শ্রাবন্তীর মুখ থেকে শুনিনি ঠিকই, কিন্তু যারা বলেছেন তারাও আমার খুব ভাল বন্ধু।”
রোশন জানান, তাঁকে বলা হয়েছে তিনি নাকি শ্রাবন্তীর এক কোটি টাকা নিয়ে আর ফেরত দেননি। এমনকি তাঁর প্রাক্তন প্রেমিকাকে ফোন করেও তাঁর সম্পর্কে খারাপ কথা বলা হচ্ছে। রাজনৈতিক ক্ষমতার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন রোশন। শ্রাবন্তীকে তাঁর স্পষ্ট সাবধানবাণী, যা অভিযোগ সব যেন আদালতেই বলেন অভিনেত্রীকে। তাঁর পরিবারকে যেন অসম্মান না করা হয়।