শ্রাবন্তীর পরিবারে নতুন সদস্যের আগমন, ভাইরাল সেই ছবি

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তবে অভিনয়ের থেকেও বেশি যে বিষয়টা নিয়ে তিনি আলোচনার কেন্দ্রে থাকেন সেটা হল তাঁর তিন তিনটি বিয়ে। আগের দুটো বিয়ে সফল হয়নি তাঁর। নানা কারনে ভেঙে গিয়েছে দুটো বিয়েই। তবে এখন রোশন সিংয়ের সঙ্গে বেশ সুখেই আছেন শ্রাবন্তী। শ্বশুরবাড়ির প্রশংসাও বহুবার শোনা গিয়েছে তাঁর মুখে।

srabanti chatterjee

এবার এক সুখবর প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী। তাঁর ও রোশনের পরিবারে এসেছেন এক নতুন সদস্য। আগের পক্ষের ছেলে ঝিনুক ছাড়াও আরও এক সন্তানসম সদস্যের আগমন হয়েছে তাঁর বাড়িতে। এই নতুন সদস্য হল এক কুকুর ছানা। তারই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, “আমাদের বাড়ির ক্ষুদ্রতম সদস্য”। নিজের ইনল্টাগ্রাম হ্যান্ডেল থেকেই এই ছবি শেয়ার করেছেন তিনি।

https://www.instagram.com/p/B8ox8dyhEeL/?utm_source=ig_web_copy_link

শ্রাবন্তীর বাড়ির এই কুকুর ছানা ক্রকার স্পেনিয়াল প্রজাতির। শ্রাবন্তীর এই পোস্টে মন্তব্য করেছেন তাঁর অনুরাগীরাও। ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তারা। প্রসঙ্গত, কিছুদিন আগেই শ্রাবন্তীর স্বামী রোশনের একটি ছবি প্রকাশ্যে এসেছিল যেখানে দেখা গিয়েছিল শ্রাবন্তীর বাড়ির পোষ্য কুকুরটির মুখটা ধরে নিজের হাঁ করা মুখের মধ্যে ঢুকিয়ে নিচ্ছেন রোশন। কুকুরটিরও কোনও হেলদোল নেই। আসলে পো্ষ্যকে আদর করার জন্যই মজা করে এমনটা করেছিলেন শ্রাবন্তীর স্বামী। সেটা ভিডিওর শেষে তাঁর হাসি দেখেই বোঝা গিয়েছে। শ্রাবন্তীও মজা করে ক্যাপশনে লিখেছিলেন, “এমন কাজ তোমার দ্বারাই করা সম্ভব”।

https://www.instagram.com/p/B8QyCXRBgLa/?utm_source=ig_web_copy_link

এই ভিডিও প্রকাশ্য আসার পরেই শোরগোল শুরু হয়ে যায় নেটদুনিয়ায়। শ্রাবন্তীর স্বামীর এই কাণ্ডের সমালোচনা করেছিলেন অনেকেই। একজন লিখেছিলেন, ‘বুড়ো বয়সে যত্তসব নেকামি’। আবার একজন লিখেছিলেন, রোশনের জন্যই করোনা ভাইরাস ছড়াচ্ছে। এমনকি নেটিজেনদের একাংশ রোশনের রুচি নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তবে এই বিষয়ে এখনও নীরবই রয়েছেন শ্রাবন্তী ও রোশন।

Niranjana Nag

সম্পর্কিত খবর