মুখ্যমন্ত্রী বলছেন ‘উৎসবে’ ফিরতে, ন্যায়বিচার চাইতে আজমেঢ় শরীফে শ্রাবন্তী-তনুশ্রী

বাংলাহান্ট ডেস্ক : ‘জাস্টিস’ চাইতে এবার আজমেঢ় শরীফে পৌঁছে গেলেন শ্রাবন্তী-তনুশ্রী (Srabanti-Tonushree)। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রায় এক মাস ধরে চলছে অবিরাম কর্মসূচি। ‘উই ওয়ান্ট জাস্টিস’ এর স্লোগানে এখন ঘুমাতে যায় কল্লোলিনী, ঘুম ভাঙে স্লোগানে। ৯ ই সেপ্টেম্বর, সোমবার, ওই ঘটনার ঠিক এক মাসের মাথায় হল সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানি। আর এদিনই ন্যায়বিচার চাইতে আজমেঢ় শরীফে উপস্থিত হলেন শ্রাবন্তী-তনুশ্রী (Srabanti-Tonushree)।

আজমেঢ় শরীফে শ্রাবন্তী-তনুশ্রী (Srabanti-Tonushree)

এর আগে ৫ ই সেপ্টেম্বর সুপ্রিম শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় ৯ ই সেপ্টেম্বরে পিছিয়ে যায় তারিখ। এদিন শুনানির পর নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এক মাস পেরিয়ে গিয়েছে, এবার উৎসবে ফিরুন’। এই মন্তব্য নিয়ে যখন নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে, তখনই আজমেঢ় শরীফ থেকে ছবি শেয়ার করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti-Tonushree) এবং তনুশ্রী চক্রবর্তী।

আরো পড়ুন : সিরিয়াল ছেড়ে খবরে চোখ, মুখ ফেরাচ্ছেন দর্শকরা, আরজিকর কাণ্ডে প্রভাব পড়ছে টেলিপাড়ায়!

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী

সোশ্যাল মিডিয়ায় তাঁদের শেয়ার করা ছবিতে দুজনকেই দেখা গিয়েছে সালোয়ার কামিজে। মাথায় ওড়না দিয়ে ঢেকে ফুলের ডালি হাতে ছবি তুলেছেন শ্রাবন্তী-তনুশ্রী (Srabanti-Tonushree)। দরগায় সুতো বাঁধতেও দেখা গিয়েছে তাঁদের। হাসি মুখে বেশ কিছু সেলফি তুলেছেন দুই অভিনেত্রী। ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘শান্তির জন্য প্রার্থনা, ন্যায়বিচারের জন্য প্রার্থনা’।

আরো পড়ুন : অভিষেক-শ্বেতা ছাড়াও বাড়িতে আরেক শিশু! গোপন কথা ফাঁস, অশান্তি চরমে ওঠে অমিতাভ-জয়ার

তবে কমেন্ট বক্সে কার্যত আক্রমণের শিকার হতে হয়েছে শ্রাবন্তী-তনুশ্রীকে (Srabanti-Tonushree)। একজন লিখেছেন, ‘ছি ছি শেষে সেই মসজিদে!’ আরেকজন লিখেছেন, ‘কোনো মন্দিরে যেতে পারতেন, আপনারা গালাগালি খাওয়ারই যোগ্য’। আবার আরেকজন কটাক্ষ করেছেন, ‘শ্রাবন্তী কি মুসলমান হয়ে গিয়েছেন নাকি?’ তবে কোনো মন্তব্যের জবাব অভিনেত্রী দেননি।

Srabanti-Tonushree

এর আগে কলকাতাতেও ন্যায়বিচারের দাবিতে পথে নামতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। ‘রাত দখল’ এর কর্মসূচিতে সামিল হয়েছিলেন তিনি। এছাড়া টলিপাড়ার প্রতিবাদ মিছিলেও যোগ দিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর