বাংলাহান্ট ডেস্ক: দিনের পর দিন আসছিল অশ্লীল মেসেজ। বাংলাদেশের কয়েকটি নম্বর থেকে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (srabanti chatterjee) কাছে মেসেজ করে অশালীন কথাবার্তা বলা হচ্ছিল। অবশেষে সেই সব কুরুচিকর মেসেজের প্রেরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন শ্রাবন্তী। বাংলাদেশ হাই কমিশনে (bangladesh high commission) অভিযোগ দায়ের করেছেন তিনি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অশ্লীল শব্দ ব্যবহার করে মেসেজ আসত শ্রাবন্তীর কাছে। বাংলাদেশের নম্বর থেকে করা হত সেই সব মেসেজ। হোয়াটসঅ্যাপ নয়, শুধু মেসেজই আসত পরপর। এমনকি দেশের সম্পর্কেও খারাপ কথা বলা হত। অভিনেত্রী জানান, প্রথমে তিনি তেমন পাত্তা দেননি বিষয়টাকে। অনেক নম্বর ব্লকও করেছেন। কিন্তু আবার অন্য নম্বর ব্যবহার করে পাঠানো হত মেসেজ।
সেই সময়েই শ্রাবন্তীর স্বামী রোশন তাঁকে পরামর্শ দেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তিনি বলেন, একজন জব্দ হলেই বাকিরাও নিজে থেকেই মেসেজ করা বন্ধ করে দেবে।
সেই মতোই কাজ করেন শ্রাবন্তী। তিনি জানান, বাংলাদেশে তাঁদের কয়েকজন আত্মীয় রয়েছে। তাদের মাধ্যমে অভিযোগ জানানো হয় বাংলাদেশ হাই কমিশনে। শ্রাবন্তীর মতে এবার উপযুক্ত ব্যবস্থা নিলেই বন্ধ হবে এই সব মেসেজ আসা।
প্রসঙ্গত, এর আগে ‘যদি একদিন’ নামে একটি বাংলাদেশি ছবিতে অভিনয় করেন শ্রাবন্তী। এরপরে ‘বিক্ষোভ’ বলে আরও একটি ছবিতে দেখা যাবে তাঁকে। অভিনেত্রী জানান, ছবিরশুটিং শেষ হয়ে গিয়েছে। একটি গানের শুটিং শুধু বাকি রয়েছে।
লকডাউনের পর শুটিংয়ে ফিরেছেন শ্রাবন্তী। রিয়েলিটি শো সুপারস্টার পরিবারের শুটিং শুরু করে দিয়েছেন তিনি। সেই সঙ্গে জোর কদমে শুরু হয়েছে ফটোশুটের পালাও। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই শেয়ার করেন সেই সব ফটোশুটের ছবি।