ছেলেকে জড়িয়ে ‘অশালীন’ ভঙ্গিতে ফটো, নেটিজেনের গালিগালাজের মুখে পড়েন শ্রাবন্তী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের অন‍্যতম হলেন শ্রাবন্তী চ‍্যাটার্জি (srabanti chatterjee)। সেই সঙ্গে অন‍্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রীও বটে তিনি। সংসার সামলে নিজের কেরিয়ারটাও দিব‍্যি এগিয়ে নিয়ে চলেছেন শ্রাবন্তী। দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন।

তবে শুধু অভিনয় না। সোশ‍্যাল মিডিয়ার অনুরাগীদের কথাও খেয়াল রাখেন শ্রাবন্তী। কেরিয়ার থেকে শুরু করে ব‍্যক্তিগত জীবনের ঝলক সবই সোশ‍্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। কখনো ছবি, কখনো ভিডিও শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে।

সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমেই শ্রাবন্তীর ছেলে অভিমন‍্যুকেও চিনে গিয়েছেন অনেকেই। ছেলের সঙ্গেও মাঝে মাঝেই ছবি পোস্ট করেন অভিনেত্রী। কিন্তু এই ছবির জন‍্যই নেটিজেনের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

https://www.instagram.com/p/CD1vVk5BnE1/?igshid=1sggwv4xsovkb

আসলে ছেলে অভিমন‍্যুর সঙ্গে বেশ রোম‍্যান্টিক পোজে একটি ছবি তোলেন শ্রাবন্তী। সিনেমার নায়িকাদের মতোই ছেলেকে জড়িয়ে ধরে ক‍্যামেরার জন‍্য পোজ দেন অভিনেত্রী। ছবিটি ভাইরাল হতেও বেশি সময় নেয়নি। আর স্বাভাবিক ভাবেই এই ছবি দেখে শ্রাবন্তীর সমালোচনা করতেও ছাড়েনি নেটজনতা।


নিজের ছেলের সঙ্গে ‘অশালীন’ ভঙ্গিতে ফটো তুলেছেন শ্রাবন্তী, এমনই অভিযোগ আনে নেটজনতার একাংশ। এমনকি অভিনেত্রীর আগের দুই বিয়ে নিয়েও কটাক্ষ করেন অনেকে। অবশ‍্য তাতে কর্ণপাত করেননি শ্রাবন্তী।

আসলে ব‍্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা থাকার জন‍্য প্রায়ই সমালোচনা ট্রোলের মুখে পড়তে হয়েছে শ্রাবন্তীকে। প্রথমে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘদিন একসঙ্গে থাকলেও শেষপর্যন্ত টেকেনি সেই বিয়ে। রাজীব তাঁর ওপর শারীরিক অত্যাচার চালাতো, এটা নিজের মুখেই স্বীকার করতে শোনা গিয়েছে শ্রাবন্তীকে।

বাধ্য হয়ে ছেলেকে নিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর বিয়ে মডেল তথা ব্যবসায়ী কিষান সিংকে। কিন্তু এই বিয়ের মেয়াদও ছিল মাত্র দু বছর। তবে এখন রোশন সিংয়ের সঙ্গে বেশ সুখেই আছেন শ্রাবন্তী। সবথেকে বড় কথা, এই পুরো জার্নিটাতেই মায়ের সঙ্গে বন্ধুর মতো পাশে ছিল ছেলে অভিমন‍্যু‌।

X