শাশুড়ি-হবু বৌমার জমাটি রসায়ন, অভিমন‍্যু-দামিনীর সঙ্গে মালদ্বীপ পাড়ি দিলেন শ্রাবন্তী!

   

বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি ইউটিউবার স‍্যান্ডি সাহাকে জড়িয়ে বিতর্কের শিরোনামে উঠে এসেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee) পুত্র অভিমন‍্যু চট্টোপাধ‍্যায় (abhimanyu chatterjee)। স‍্যান্ডির যৌন পরিচয় নিয়ে নাকি গালিগালাজ করেছেন তিনি। এ বিষয়ে মা শ্রাবন্তীকে পাশে পেয়েছেন অভিমন‍্যু। সোশ‍্যাল মিডিয়ায় প্রকাশ‍্যে ছেলেকে সমর্থন করে গর্ব প্রকাশ করেছেন অভিনেত্রী।

এবার ছেলে ও হবু বৌমা মডেল দামিনী ঘোষের সঙ্গে ঘুরতে বেড়িয়ে পড়লেন শ্রাবন্তী। কিছুদিনের জন‍্য ছুটি কাটাতে মালদ্বীপে পাড়ি দিয়েছেন প্রেমিক প্রেমিকা। শোনা যাচ্ছে, তাঁদের সঙ্গে গিয়েছেন শ্রাবন্তীও। তবে তাঁর সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে অবশ‍্য এই ভ‍্যাকেশনের কোনো ছবিই এখনো দেখা যায়নি। অপরদিকে শ্রাবন্তী ও অভিমন‍্যুর ইনস্টাগ্রাম স্টোরি ভরে উঠেছে মালদ্বীপের নানান টুকরো টুকরো ছবি, ভিডিওতে।

Screenshot 2021 08 23 12 18 00 360 com.instagram.androidScreenshot 2021 08 23 12 18 45 130 com.instagram.android
ছেলের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক বন্ধুর মতো, একথা নিজের মুখেই একাধিক বার স্বীকার করেছেন অভিনেত্রী। গোটা বিশ্ব তাঁর ব‍্যক্তিগত জীবন, সম্পর্কের টানাপোড়েন নিয়ে ট্রোল করলেও অভিমন‍্যুকে সবসময় পাশে পেয়েছেন তিনি। দামিনীর সঙ্গেও তাঁর খুবই ভাল সম্পর্ক। হবু বৌমাকে বন্ধু বানিয়ে নিয়েছেন শ্রাবন্তী।

IMG 20210823 123954
অবশ‍্য অভিমন‍্যুর সম্পর্ক নিয়ে ছেলের সঙ্গে মা শ্রাবন্তীকে জড়িয়ে কম ট্রোল, সমালোচনা হয়নি। এই বিষয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের কাছে অভিনেত্রী মুখ খোলেন তিনি ছেলে অভিমন‍্যু ওরফে ঝিনুকের সম্পর্ক নিয়ে। তিনি সাফ জানিয়ে দেন, ছেলের বান্ধবীকে তিনি চেনেন। উপরন্তু এটাই প্রেম করার বয়স, তাই এই নিয়ে অবাক হওয়ার কিছু নেই বলেও মন্তব‍্য করেন শ্রাবন্তী।

অভিনেত্রীর কথায়, “ঝিনুক বলে মানুষের মানসিকতাটাই নোংরা। সেই জন‍্যই ওরা খারাপ কথা বলে। দিনের শেষে আমি তো শ্রাবন্তীরই ছেলে।” এর মাধ‍্যমেই অভিনেত্রী স্পষ্ট করে দেন সোশ‍্যাল মিডিয়ায় যত ট্রোলই হোক না কেন, তাতে তাঁর বা অভিমন‍্যুর কিছুই যায় আসে না।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর