বাংলাহান্ট ডেস্ক: একুশের বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য কোমর বেঁধেছে তৃণমূল-বিজেপি (bjp)। একে অপরকে একচুল জমি ছাড়তে নারাজ দুই শিবির। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থীরা।
অপরদিকে এখনো সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেনি গেরুয়া শিবির। প্রকাশ্যে এসেছে প্রথম দফার নির্বাচনের প্রার্থী তালিকা ও দ্বিতীয় দফার দুটি আসনের প্রার্থীদের নাম। তবে শুধু মাত্র এই প্রথম দফার প্রচারের জন্যই কোমর বেঁধে আসরে নামতে চলেছে বিজেপি। রাজ্য ও কেন্দ্রের হেভিওয়েট নেতারা ছাড়াও প্রচারে নামবেন তারকারাও।
প্রথম দফায় প্রচার করবেন মিঠুন চক্রবর্তী (mithun chakraborty), হিরণ চট্টোপাধ্যায় (hiran chatterjee), যশ দাশগুপ্ত (yash dasgupta), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (srabanti chatterjee), পায়েল সরকাররা (payel sarkar)। বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যস্তরের হেভিওয়েট নেতাদের পাশাপাশি পাল্লা দিয়ে প্রচার করবেন এই তারকারাও।
প্রথম দফার প্রচার তালিকাতেই নাম রয়েছে মোট ৪০ জনের। তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, স্মৃতি ইরানি, জে পি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারী, রূপা গাঙ্গুলী, লকেট চ্যাটার্জি, বাবুল সুপ্রিয়দের।
অপরদিকে সম্প্রতি দ্বিতীয় দফার আরো দুটি আসনের প্রার্থীর নাম ঘোষনা করেছে বিজেপি। খড়গপুর সদর কেন্দ্র ও বড়জোড়া কেন্দ্রে প্রার্থী ঘোষনা করেছে গেরুয়া শিবির। খড়গপুর সদর থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ও বড়জোড়া থেকে প্রার্থী হচ্ছেন সুপ্রীতি চট্টোপাধ্যায়।
শোনা যাচ্ছে, শ্রাবন্তী চ্যাটার্জি, পায়েল সরকারদেরও প্রার্থী করে বড়সড় চমক দিতে চলেছে গেরুয়া শিবির। শ্রাবন্তী চ্যাটার্জিকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে বেহালা পশ্চিমে। টালিগঞ্জ ও কসবা থেকে ভোটে দাঁড়াতে পারেন যথাক্রমে অঞ্জনা বসু ও রিমঝিম মিত্র।