শ্রাবন্তীর ‘বর’ শুভ্রজিৎ! গুঞ্জন নিয়ে যা বললেন পরিচালক

বাংলাহান্ট ডেস্ক : টলিউড(Tollywood) জগতে বেশ জনপ্রিয় মুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায়(Srabanti Chatterjee)। একাধিক ছবিতে নায়িকার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। টলিউডের প্রায় সব অভিনেতার সাথে স্ক্রিন শেয়ার করেছেন এই অভিনেত্রী।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা হয় নেটমহলে। তিনি কোন ছবি কিংবা ভিডিও পোস্ট করলেই ধেয়ে আসে কটাক্ষের বাণ। যদিও সে সবে খুব একটা বেশি পাত্তা দিতে চান না অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

Srabanti Chatterjee

তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন শ্রাবন্তী। তবুও প্রেমে না নেই অভিনেত্রীর। বিগত কয়েকদিন আগে অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। তবে সেসব এখন অতীত। সম্প্রতি পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন শ্রাবন্তী। একসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। পরিচালক রাজর্ষি দে’র ঘটকালীতে ঘটেছে এই ঘটনা।

Srabanti Chatterjee

না রিয়েল লাইফে নয় বরং রিল লাইফে বিয়ে করেছেন শুভ্রজিৎ-শ্রাবন্তী। খুব শীঘ্রই আসছে তাঁদের নয়া ছবি ‘সাদা রঙের পৃথিবী’। এই ছবিতেই একসঙ্গে দেখা যাবে তাঁদের। তবে নেটিজেনদের সেসব বিষয় কোন মাথা ব্যথা নেই। তাঁরা কিন্তু শ্রাবন্তীকে ট্রোল করতে পেয়ে গেছেন নতুন এক উপায়।

Srabanti Chatterjee

তবে তাঁদের প্রেমের গুঞ্জন নিয়ে ভীষণ বিরক্ত পরিচালক অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয় নিয়ে মুখ খুললেন শুভ্রজিৎ। বলেন, ‘ আমি আমার সিঙ্গেল লাইফেই বেশ ভালো আছি। এইসব নিয়ে যারা মাতামাতি করছে তাদের আর অন্য কোন কাজ নেই। রাজর্ষি আমার বন্ধু। তাই তার ছবিতে অভিনেতার চরিত্রে আমি কাজ করছি। শ্রাবন্তী শুধুমাত্র আমার সহকর্মী ছাড়া আর কিছুই নয়। এখানে আর অন্য কোন প্রসঙ্গ আসতেই পারে না’।

Srabanti Chatterjee

তবে বাস্তবে যাই হোক না কেন। রুপোলি পর্দায় কিন্তু শ্রাবন্তীর বরের চরিত্রে দেখা যাবে শুভ্রজিৎকে। একজন বিজ্ঞানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউডের জনপ্রিয় এই পরিচালকের। অন্যদিকে নিজের পরিচালিত ‘দেবী চৌধুরানী’ ছবির রেইকি চলছে। এই ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী। চৌধুরানীর চরিত্রে দর্শকদের সামনে ধরা দেবেন অভিনেত্রী। ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক এবং বিবৃতি চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই।

additiya

সম্পর্কিত খবর