কুকুরের পুরো মুখটাই নিজের মুখে ঢুকিয়ে নিলেন রোশন! আজব কান্ড করলেন শ্রাবন্তীর স্বামী!

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তবে অভিনয়ের থেকেও বেশি যে বিষয়টা নিয়ে তিনি আলোচনার কেন্দ্রে থাকেন সেটা হল তাঁর তিন তিনটি বিয়ে। আগের দুটো বিয়ে সফল হয়নি তাঁর। নানা কারনে ভেঙে গিয়েছে দুটো বিয়েই। তবে এখন রোশন সিংয়ের সঙ্গে বেশ সুখেই আছেন শ্রাবন্তী। শ্বশুরবাড়ির প্রশংসাও বহুবার শোনা গিয়েছে তাঁর মুখে।

818815 srabonti 3 1

একসঙ্গে বেশ ছবি ও ভিডিওও শেয়ার করেন শ্রাবন্তী ও রোশন। সেইসব ছবি ভিডিও নিয়ে চর্চার মধ্যেও থাকেন অভিনেত্রী। তবে এবার আলোচনার কেন্দ্রে তিনি নেই, বরং রয়েছেন তাঁর স্বামী রোশন সিং। সম্প্রতি ফের একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে এক অদ্ভূত কাণ্ড করতে দেখা গিয়েছে রোশনকে। আর সেই নিয়েই যত শোরগোল।

https://www.instagram.com/p/B8QyCXRBgLa/?utm_source=ig_web_copy_link

ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রাবন্তীর বাড়ির পোষ্য কুকুরটির মুখটা ধরে নিজের হাঁ করা মুখের মধ্যে ঢুকিয়ে নিচ্ছেন রোশন। কুকুরটিরও কোনও হেলদোল নেই।

এই পুরো ভিডিওটাই করা হয়েছে স্লো মোশনে। এবার স্বাভাবিক ভাবেই এই ধরনের একটি ভিডিও দেখে যে কারওর মনে প্রশ্ন জাগতেই পারে এমন কাণ্ড হঠাৎ কেমন করতে গেলেন রোশন? আসলে পো্ষ্যকে আদর করার জন্যই মজা করে এমনটা করেছেন শ্রাবন্তীর স্বামী। সেটা ভিডিওর শেষে তাঁর হাসি দেখেই বোঝা গিয়েছে। শ্রাবন্তীও মজা করে ক্যাপশনে লিখেছেন, “এমন কাজ তোমার দ্বারাই করা সম্ভব”।

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘’আজন প্রেমের গল্প ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। তাঁর বিপরীতে দেখা যাবে বনি সেনগুপ্তকে। অসম প্রেমের গল্প বলবে এই ছবি। আগামী সালের গ্রীষ্মে মুক্তি পাবে ‘আজব প্রেমের গল্প’।

Niranjana Nag

সম্পর্কিত খবর