বাংলাহান্ট ডেস্ক: বাংলা মিডিয়ামে পড়া ছাত্রছাত্রীরা কর্পোরেট হাউজে ইন্টারভিউতে উতরোতে পারবে না, চাকরিও করতে পারবে না। সম্প্রতি রেডিও জকি অয়ন্তিকার (RJ Ayantika) এহেন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়। ক্ষুব্ধ আম বাঙালি থেকে তারকারাও। বাংলা মিডিয়ামের অপমানে সোশ্যাল মিডিয়াতেই ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা।
‘আমি গর্বিত বাংলা মিডিয়াম’, এমন পোস্টে ভরে গিয়েছে নেটমাধ্যম। অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) একটি ভিডিও বার্তায় অয়ন্তিকার নাম না নিয়ে কটাক্ষ শানিয়েছেন। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, “আমার বাবা বা এই প্রজন্মের যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে চাকরি পেয়েছেন তাঁরা কীভাবে পেলেন একটু জানতে মন চায়।”
শ্রীলেখার মতে, ভারতেই ইংরেজি জানা বা না জানাকে এত গুরুত্ব দেওয়া হয়। এক রকম ফ্যাশনে দাঁড়িয়ে গিয়েছে এটা। অথচ বিদেশের বহু জায়গাতেই এমন আছে যেখানে মানুষ ইংরেজিতে কথা বলতে চায় না। তাই সবার আগে উচিত নিজের মাতৃভাষাটাকে সম্মান করা। জন্মের পর সবাই ‘মা’ বা ‘বাবা’ই আগে বলতে শিখেছে। মাম্মি বা ড্যাডি নয়।
ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও। আর জে অয়ন্তিকার নাম নিয়েই একটি খোলা চিঠি দিয়েছেন তিনি। লিখেছেন, ‘আমি তোমার সাথে একমত,বাংলা মিডিয়াম থেকে কেউ সফল হয়না। তাতে কি যে আবির, অনির্বান, ঋত্বিক বাংলা মিডিয়াম এর ছাত্র?
ওরা কি আর তোমার মতো সফল বলো? একদিন না আমার সামনে এসো, এই নাকতলা হাই স্কুল এর নিপাট বাংলা মিডিয়াম তোমার সাথে বিশ্ব সাহিত্য নিয়ে আলোচনা করবো, অবশ্যই যদি তুমি অনুমতি দাও, কারণ আলোচনা তো সমানে সমানে হয়।’
প্রসঙ্গত জানিয়ে রাখি, বিতর্কের সূত্রপাত একপি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে। সেখানেই আর জে অয়ন্তিকা প্রশ্ন করেন, ‘বাংলা মিডিয়ামের ছাত্ররা কি কোনো কর্পোরেট হাউজের ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে? নাকি ভালভাবে চাকরি নিয়ে বাড়ি যেতে পারবে?’ বিষয়টা নিয়ে বিতর্ক শুরু হতে নিজের মন্তব্যের সপক্ষে যুক্তি দিতে গিয়েছিলেন অয়ন্তিকা, কিন্তু তাতে চিড়ে ভেজেনি।