‘তুমি তো আমার পাশেই শুয়ে থাকবে, বৌ জানেনা না?’ শ্রীলেখার পোস্টে কমেন্ট করে ফাঁসলেন শ্রীজাত

বাংলাহান্ট ডেস্ক: ভোর রাতে জরুরি ফ্লাইট। এদিকে ঘুম ভাঙবে কিনা সে নিয়ে চিন্তা। ফেসবুকে সে কথা জানাতেই শ্রীলেখার (sreelekha mitra) মুশকিল আসানে হাজির কবি শ্রীজাত (srijato bandopadhyay)। তিনি আছেন তো, ঠিক সময়ে ডেকে দেবেন। উত্তরে শ্রীলেখা ‘ফাঁস’ করে দিলেন শ্রীজাত তো তাঁর পাশেই শুয়ে থাকবেন। ফোনে ডাকাডাকির কী দরকার? কেলেঙ্কারি!

ব‍্যাপারটা খোলসা করেই বলা যাক। আসলে বৃহস্পতিবার রাতে শ্রীলেখা ফেসবুকে আবদার করেন, ভোরবেলা তাঁর ফ্লাইট রয়েছে। তাই কেউ রাত তিনটে নাগাদ তাঁকে ডেকে দিলে খুব ভাল হয়। সেখানেই শ্রীজাত মজা করে কমেন্ট করেন, ‘তুমি আমায় আড়াইটে নাগাদ জাগিয়ে দিও, আমি তিনটে নাগাদ তোমাকে কল করব। কেমন?’

sreelekha 1592657232
মজাটা এগিয়ে নিয়ে যাওয়ার লোভ সামলাতে পারেননি শ্রীলেখা। পালটা কমেন্টে তিনি প্রশ্ন, ‘কল করবে? তুমি তো আমার পাশেই শুয়ে থাকবে! ওহো বৌ জানেনা না? এবাবা ধরা পড়ে গেলে তো!’ পালটা শ্রীজাত উত্তর দেন, ‘বোঝো। কল করতে গেলে পাশে শুতে হবে কেন? সে তো আর কল থাকবে না তাহলে। গ্যাঁড়াকল হয়ে যাবে।’

দুজনের খুনসুটি যে নেটিজেনরা বেশ উপভোগ করেছেন তা কমেন্টে ‘হাহা’ প্রতিক্রিয়াতেই বোঝা গিয়েছে। দুজনের এই ছোট্ট অথচ মজার কথোপথনের নামও দিয়েছেন নেটনাগরিকরা। একজন লিখেছেন, ‘কল নিয়ে কেলো’। আবার আরেকজনের মন্তব‍্য, ‘কল নিয়ে কেলেঙ্কারি’।

IMG 20211126 200920
হায়দ্রাবাদে তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে ‘নির্ভয়া’র স্ক্রিনিংয়ে উপস্থিত থাকার জন‍্য শুক্রবার হায়দ্রাবাদ পাড়ি দিয়েছেন শ্রীলেখা। সঙ্গে গিয়েছেন বিরসা দাশগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, অংশুমান প্রত‍্যুষ, গৌরব চক্রবর্তীরা। বিমানবন্দর থেকে ছবি শেয়ার করেছেন শ্রীলেখা। চলচ্চিত্র উৎসবে পৌঁছেও সকলের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি।

গোলাপি পাড়ের সবুজ শাড়িতে সেজেছেন শ্রীলেখা। সঙ্গে মানানসই মেকআপ, খোলা চুলে অনন‍্যা শ্রীলেখা। উল্লেখ‍্য, ‘নির্ভয়া’ ছবির গল্প এক নাবালিকাকে নিয়ে যে গণধর্ষণের শিকার হয়। কিশোরী বয়সেই অন্তঃসত্ত্বা হয় মেয়েটি‌।
এই চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হিয়া দে।

Niranjana Nag

সম্পর্কিত খবর