পথের কুকুরদের নিজের বাড়িতে আশ্রয় দিয়ে ফের সমালোচনার শিকার শ্রীলেখা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলেন শ্রীলেখা মিত্র। এর আগেই লকডাউনের মধ‍্যে পথ কুকুরদের খাবারের দায়িত্ব নিয়ে নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তিনি। মানুষ যেখানে খেতে পাচ্ছে না সেখানে কুকুরদের নিয়ে এই ‘বাড়াবাড়ি’ করায় অনেকেই কটাক্ষ করেছিলেন তাঁকে। কিন্তু তাতে দমে যাওয়া তো দূর, বরং আরও উৎসাহ নিয়ে কাজ শুরু করলেন অভিনেত্রী। এবার পথের কুকুরদের নিজের বাড়িতেই আশ্রয় দিলেন তিনি।


রাস্তার কুকুরদের নিজের বাড়ির অন্দর মহলেই থাকার ব‍্যবস্থা করে দিলেন শ্রীলেখা। তাদের খাওয়া ও যত্নের সব দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন তিনি। অভিনেত্রীর সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেল এখন ভর্তি পথ কুকুরদের ছবিতে। তাদের সঙ্গে বাড়িতে সময় কাটানোর ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। এই সব ছবিই এখন ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

https://www.instagram.com/p/B-bWAhCJTwv/?igshid=44zj1kex4uxz

রাস্তায় বেরিয়ে কুকুরদের খাবার দেওয়ার ছবিও শেয়ার করেছেন শ্রীলেখা। কিন্তু অনেকেই মন্তব‍্য করেছেন, এভাবে দল বেঁধে রাস্তায় বেরিয়ে লকডাউনের নিয়ম ভেঙেছেন তিনি। তাতে অবশ‍্য আর কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী।

https://www.instagram.com/p/B-6Df-gJJa-/?igshid=1ikp84hkkjkf4

https://www.instagram.com/p/B-ur8OsJn7d/?igshid=y8j00dhas59b

শ্রীলেখা যে কুকুর খুবই ভালবাসেন তা অনেকেই জানেন। এর আগেই আবাসনের সামনের রাস্তাতে কুকুরদের খাওয়ানোর ছবি শেয়ার করেছিলেন তিনি। অবশ‍্য রাস্তায় বেরিয়েছেন বলে মাস্ক পরতে ভোলেননি শ্রীলেখা। সেইসব ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছিলেন তিনি। সেই সঙ্গে অন‍্যান‍্যদেরও এগিয়ে আসতে অনুরোধ করেছিলেন। বলা বাহুল‍্য পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছিল ছবিগুলি।

সম্পর্কিত খবর

X