আচমকা দুর্ঘটনায় চোট পেলেন শ্রীলেখা, অস্ত্রোপচারের আগে বার্তা দিলেন অনুরাগীদের

বাংলাহান্ট ডেস্ক: চিকিৎসক দিবসেই দুর্ঘটনার কবলে অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এতটাই আঘাত লেগেছে যে অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে পড়েছে তাঁর। হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে। হাসপাতালের বেডে শুয়ে একটি ছবি শেয়ার করেছেন তিনি। অন‍্য ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন চিকিৎসক ও স্বাস্থ‍্যকর্মীরা।

শ্রীলেখার হাতে চ‍্যানেল করা রয়েছে। বেডে শুয়েই চিকিৎসক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘ছোট দুর্ঘটনা আর ছোট অস্ত্রোপচার। চিন্তা করবেন না (যদি করেন) আমি দক্ষ হাতে রয়েছি। এবার হাহা ইমোজিগুলি গোনা যাক।’

FB IMG 1656682031695
চিকিৎসক ও স্বাস্থ‍্যকর্মীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আরো দুটি ছবি শেয়ার করেছেন শ্রীলেখা। তাঁর চোখের উপরে ব‍্যান্ডেজ বাঁধা। শ্রীলেখা লিখেছেন, শুটিং ফ্লোর নয়, হাসপাতাল থেকেই ছবিটি তুলেছেন তিনি। যদিও কীভাবে তাঁর দুর্ঘটনা ঘটল, চোট কতটা গভীর সে ব‍্যাপারে কিছুই জানাননি অভিনেত্রী।

শ্রীলেখাকে দেখে চিন্তিত অনুরাগীরা। তিনি জানিয়েছেন, বাইপাস লাগোয়া একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সংবাদ মাধ‍্যমকে জানিয়েছেন, আচমকা দুর্ঘটনায় আহত তিনি। অস্ত্রোপচার হবে বলে এর থেকে বেশি কিছু জানাতে পারেননি শ্রীলেখা। তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন, এটাই কামনা অনুরাগীদের।

FB IMG 1656682461149
অতি সম্প্রতি ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে অনুগামীদের সতর্ক করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি লিখেছেন, ‘আমার নাম নিয়ে এই অ্যাকাউন্ট থেকে আমার চেনাজানাদের ফোন করা হচ্ছে। অশ্লীল ছবি পাঠানো হচ্ছে। দয়া করে রিপোর্ট করুন। এটা ভুয়ো অ্যাকাউন্ট। কেউ আমার বদনাম করার চেষ্টা করছে।’

কে বা কারা এই ভুয়ো প্রোফাইল খুলে তাঁর মানহানির চেষ্টা করছে তা এখনো জানতে পারেননি শ্রীলেখা। তবে অ্যাকাউন্টটি যাতে বন্ধ করা যায় সেই চেষ্টা করছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর