রেড ভলান্টিয়ার্সদের টিকাকরণ বাতিল নিয়ে সরব শ্রীলেখা, পালটা যুক্তি দেবলীনা কুমারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সমস্ত রকম উদ‍্যোগ নিয়েও শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল রেড ভলান্টিয়ার্সদের (red volunteers) টিকাকরণ (vaccination)। সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমে এমনি খবর প্রকাশ করা হয়েছে। আর সেই খবর দেখেই শাসক দল তৃণমূলের (tmc) বিরুদ্ধে ফের কটাক্ষ শানিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। পালটা শাসক দলের পক্ষে সওয়াল করেছেন দেবলীনা কুমার (devlina kumar)। সব মিলিয়ে আবারো দুই অভিনেত্রীর মধ‍্যে বিবাদের আভাস পাচ্ছেন নেটিজেনরা।

ঠিক কী হয়েছে? সম্প্রতি নিজের ফেসবুক হ‍্যান্ডেলে একটি খবরের প্রতিবেদন শেয়ার করেন শ্রীলেখা। সেখানে লেখা হয়েছে রেড ভলাটিয়ার্সদের টিকাকরণ শুরু হলেও রাতারাতি হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় তা। প্রতিবেদনটি শেয়ার করে ক্ষোভে ফেটে পড়েছেন শ্রীলেখা। রাজ‍্য তথা গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই কোমর বেঁধে নেমেছে রেড ভলান্টিয়ার্সরা। ডাক পেতেই কার্যত স্থান কাল পাত্র বিবেচনা না করে সাহায‍্য নিয়ে ছুটে যাচ্ছেন তারা। খাবার, ওষুধ, অক্সিজেন সমস্ত রকম পরিষেবাই যথাসাধ‍্য দিচ্ছেন রেড ভলান্টিয়ার্সরা।


শ্রীলেখার কথায়, প্রশাসনের যা যা কাজ সমস্ত রেড ভলান্টিয়ার্সরাই করে দিচ্ছে। এমনকি মানুষ নির্বাচনের সমম তাদের দিক থেকে মুখ ফেরালেও কাজ বন্ধ করেনি তারা। বরং রাজনৈতিক রঙ না দেখেই সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছে। যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ হলেও তাদের টিকাকরণের পথ আটকে দেওয়ায় দৃশ‍্যতই ক্ষুব্ধ শ্রীলেখা। তাঁর কটাক্ষ, তৃণমূল প্রতিহিংসার রাজনীতি খুব ভাল করতে পারে।


অপরদিকে শাসকদলের পক্ষ টেনে পালটা সওয়াল করেছেন অভিনেত্রী দেবলীনা কুমার। তিনি এই খবরের সত‍্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর বক্তব‍্য, ফেসবুকে তাঁর ফ্রেন্ডলিস্টে শ্রীলেখা না থেকেই এই পোস্টের ব‍্যাপারে কিছু জানেন না তিনি। এই বিষয়ে কোনো প্রমাণ থাকলে তা সামনে নিয়ে আসা উচিত এবং রাজ‍্য সরকারের যথোপযুক্ত ব‍্যবস্থা গ্রহণ করা উচিত বলে মন্তব‍্য করেন দেবলীনা।

সম্পর্কিত খবর

X