ভূতে বিশ্বাস করেন? উত্তর খুঁজবেন শিলাজিৎ, সঙ্গী শ্রীলেখা মিত্র

বাংলাহান্ট ডেস্ক: শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেল খুললেই চমক! অভিনেত্রীর পাশে গায়ক শিলাজিৎ মজুমদার (Shilajit Majumder)। মজার মুখভঙ্গি করে সেলফি তুলেছেন দুজনেই। শ্রীলেখার ছবি থেকেই জানা যাচ্ছে, শুটিংয়ের পরে হয়েছে এই সেলফি সেশন। আবারো নতুন ছবিতে গায়ক অভিনেত্রী?

অংশুমান বন্দ‍্যোপাধ‍্যায় পরিচালিত স্বল্প দৈর্ঘ‍্যের ছবি ‘১২ সেকেণ্ড’এ প্রথম দেখা মিলেছিল শ্রীলেখা শিলাজিৎ জুটির। দুজনের অনস্ক্রিন রসায়ন মনে ধরেছিল দর্শকদের। কিন্তু স্বল্প দৈর্ঘ‍্যের ছবিতে কম সময়। তাই পুরনো জুটিকেই নতুন ভাবে পর্দায় আনতে চলেছেন পরিচালক অজিতাভ বরাট। তবে এবার পূর্ণদৈর্ঘ‍্যের ছবিতে।

   

Sreelekha Mitra 1280x720 1
রহস‍্য রোমাঞ্চের পর এবার গা ছমছমে ভূতের গল্পের ছবিতে অভিনয় করবেন শ্রীলেখা ও শিলাজিৎ। গল্পটা শুনলে বলিউডের ‘ডরমা মানা হ‍্যায়’ কিংবা ‘ডরনা জরুরি হ‍্যায়’ এর কথা মনে হতেই পারে। নতুন ছবি ‘ভূতে বিশ্বাস করেন’ এর কেন্দ্রে দুটি চরিত্র রুশা এবং প্রবাল বন্দ‍্যোপাধ‍্যায়।

প্রবাল হলেন পেশায় একজন পরিচালক। রাস্তার মাঝে হঠাৎ গাড়ি খারাপ হয়ে যাওয়ায় প্রবালের বাড়িতে আশ্রয় নেন রুশা। তারপর তিনি একটি শর্ত দেন। তিনটি ভূতের গল্প শোনাবেন তিনি পরিচালককে। কোনোটা শুনে যদি গা ছমছম করে ওঠে তাহলে সেই গল্পটা দিয়ে একটি সিনেমা বানাতে হবে।

শুরু হয় গল্প। পরিচালক একটু ভয় পেতে শুরু করতেই হঠাৎ দরজায় ঠকঠক। দরজা খুলে তিনি দেখেন বাইরেও দাঁড়িয়ে রুশা! অথচ ঘরের ভেতরে আগে থেকেই ভেসে আসছে অন‍্য রুশার কণ্ঠস্বর। মুখ‍্য দুই চরিত্রে দেখা যাবে শ্রীলেখা ও শিলাজিৎকে।

https://www.instagram.com/p/CcFO-hpp5Fp/?igshid=YmMyMTA2M2Y=

কিছুটা এমন ধরনের ছবি তো আগেও দেখেছে বলিউড বা টলিউডের দর্শকরা। তাহলে আবারো এমন ছবি কেন? আনন্দবাজার অনলাইনকে পরিচালক অজিতাভ জানান, বাঙালি ভূত এবং রহস‍্য দুটোই ভালবাসে। রহস‍্য রোমাঞ্চের সিনেমা তো প্রায়ই মুক্তি পাচ্ছে। কিন্তু বাংলায় তেমন গা ছমছমে ভূতের ছবি খুব একটা নেই। উপরন্তু শ্রীলেখা, শিলাজিৎ দুজনেরই ছবির গল্পও ভাল লেগেছে।

চিত্রনাট‍্য লিখেছেন অজিতাভ এবং পিয়া ঘোষ। শ্রীলেখা ও শিলাজিৎ ছাড়াও ছবিতে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তী, কুশল চক্রবর্তী এব‌ং অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়কে। গত ৮ এপ্রিল থেকে শুটিং হয়েছে, চলবে ২২ মে পর্যন্ত। কলকাতা, বোলপুর ও উত্তরবঙ্গ ঘুরে হবে ছবির শুটিং।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর