নিজেকে শুদ্ধ করার দরকার, শেষমেষ ফেসবুককে বিদায় জানালেন শ্রীলেখা

বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তাঁর সক্রিয়তা নিয়ে কোনো কথা হবে না। অভিনয়, সিনেমা সংক্রান্ত আলোচনা হোক বা রাজনৈতিক ইস্যুতে মতামত, কিংবা ব্যক্তিগত জীবনের টুকটাক আপডেট, ফেসবুকেই সবটা বলে থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ছবি, ভিডিও, আলাপ, আলোচনা, স্মৃতিচারণায় ভরা তাঁর ফেসবুক প্রোফাইল। সেই ফেসবুক থেকেই আচমকা বিদায় নেওয়ার কথা ঘোষণা করে চমকে দিলেন শ্রীলেখা।

অভিনেত্রীর স্পষ্টবাদী স্বভাবের জন্য কম বিতর্কে জড়াতে হয় না। নানান নিন্দা, কটাক্ষও ধেয়ে আসে তাঁর দিকে। পালটা নিজের স্টাইলে উত্তরও দেন শ্রীলেখা। ট্রোলারদের সমুচিত জবাব দেওয়া নিয়ে আলাদা পরিচিতিও আছে অভিনেত্রীর। কিন্তু তিনিই যে হঠাৎ ফেসবুক থেকে এভাবে দুম করে বিদায় নেবেন তা ভাবতে পারেননি কেউই।

sreelekha

শ্রীলেখা লিখেছেন, ‘ফেসবুক প্রোফাইল থেকে সাময়িক বিরতি নিচ্ছি। পেজ অবশ্য সক্রিয় থাকবে। নিজের এবং ফ্রেন্ডলিস্টের ভালভাবে শুদ্ধিকরণ করার পর আশা করি ফিরে আসব। বিষাক্ততাকে বিদায়’। কমেন্ট বক্সে সকলেই শ্রীলেখার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। কথার কচকচি, বিতর্ক থেকে কিছুদিনের বিরতি নিয়ে নিজেকে সময় দেওয়া উচিত। তবে অনেকে এও লিখেছেন, শ্রীলেখার ফেসবুক পোস্টগুলি তারা মিস করবেন।

কিন্তু হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কী শ্রীলেখার? কিছুদিন আগেই আসন্ন ‘নটী বিনোদিনী’ ছবি নিয়ে বিবাদে জড়িয়েছিলেন শ্রীলেখা। বিনোদিনী ওরফে রুক্মিনী মৈত্রর লুক দেখে তাঁর মনে প্রশ্ন জেগেছিল, বিনোদিনী কি রোগা ছিলেন? না রুক্মিনী বা নটী বিনোদিনী ছবি নিয়ে সরাসরি কোনো মন্তব্যই করেননি তিনি। কিন্তু তবুও বিতর্ককে এড়াতে পারেননি শ্রীলেখা।

ছবির সঙ্গে যুক্ত অরিত্র দাস কটাক্ষ করেছিলেন, শ্রীলেখার জেনারেল নলেজের ক্লাস নেওয়া উচিত। পালটা সুমন ঘোষের ছবিতে নিজের নটী বিনোদিনী রূপের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। তারপরেই এই বিদায়ের ঘোষণা। দুটো ঘটনা কি পরস্পরের সঙ্গে যুক্ত? উত্তর মেলেনি শ্রীলেখার তরফে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর