বড়দিনের আগেই হাজির ‘সেক্সি স‍্যান্টা’ শ্রীলেখা! অনুরাগীদের কাছে রাখলেন বিশেষ আর্জি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দুদিন আগেই গোলাপি টপ, হটপ‍্যাটে ‘কটন ক‍্যান্ডি’ সেজে বুজ খলিফা দর্শনে গিয়েছিলেন। কাঁচের দেওয়ালের সামনে দাঁড়িয়ে ছড়িয়ে দিয়েছিলেন রঙিন ডানা। এবার দেশে ফিরেই স‍্যান্টাক্লজ সাজলেন শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। যে সে স‍্যান্টা নয়, এ একেবারে ‘সেক্সি স‍্যান্টা’!

স‍্যান্টা বুড়োর মতোই লাল সাদা পোশাকে সাজলেন শ্রীলেখা। তবে তাঁকে ‘বুড়ি’ বলবে সাধ‍্য কার! শ্রীলেখা এখনো ‘সুইট সিক্সটিন’। স্লিভলেস লাল ভেলভেটের পোশাক, মাথায় স‍্যান্টা টুপি পরে দেখা মিলল তাঁর। দ‍্য ওয়াল এর ফটোশুটেই এমন সাজ তাঁর। কখনো হাতে উপহার নিয়ে আবার কখনো মিষ্টি অঙ্গভঙ্গি করে ছবি তুললেন তিনি।


সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে শ্রীলেখা মুখ খোলেন সোশ‍্যাল মিডিয়া ট্রোল নিয়ে। এ বিষয়ে তিনি অভিজ্ঞ। বহুবার বিভিন্ন কারণে ট্রোল, কটুক্তির মুখে পড়েছেন তিনি। কখনো তাঁর পোশাক নিয়ে প্রশ্ন উঠেছে, আবার কখনো বডি শেম করা হয়েছে। এমনকি শ্রীলেখার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, পথপশুদের প্রতি প্রেমের জন‍্যও আক্রমণের শিকার হতে হয়েছে।

কিন্তু অভিনেত্রী এদিন জানান, যখনি তাঁকে ট্রোল হতে হয়েছে শুভাকাঙ্খীদের সবসময় পাশে পেয়েছেন তিনি। তাঁর অনুরাগীরা প্রকাশ‍্যে প্রতিবাদ করেছে। পাশাপাশি শ্রীলেখা একটি আবেদনও করেন নিজের এই অনুরাগীদের কাছে।

https://www.instagram.com/reel/CXzx0QGpm-P/?utm_medium=copy_link

শ্রীলেখার পশুপ্রেম সর্বজন বিদিত। এ নিয়ে দু দুবার বড়সড় ঝামেলার মুখেও পড়েছেন তিনি। তাঁর সঙ্গে ডেটে যাওয়ার বদলে এক সখরমেম শিশুকে দত্তক নিয়েছিলেন রেড ভলান্টিয়ার শশাঙ্ক ভাভসর। কিন্তু পরে জানা যায়, মারা গিয়েছে ছোট্ট ছানাটি। কর্মসূত্রে তখন দেশের বাইরে শ্রীলেখা। রাগে দুঃখে সোশ‍্যাল মিডিয়াতেই ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এমনকি এই ঘটনায় কয়েকজন পশুপ্রেমী শশাঙ্কের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর ঘটনাটা আইনি দিকেও গিয়েছিল।

এরপর ফের পথ কুকুরদের খাওয়ানোর ‘অপরাধে’ নিজের আবাসনের বাসিন্দাদের হুমকি শুনতে হয়েছিল শ্রীলেখাকে। কিন্তু হার মানবার মানুষ নন। সাময়িক কষ্টে জর্জরিত হন ঠিকই, কিন্তু পথপশুদের থেকে কখনোই মুখ ফিরিয়ে নেননি শ্রীলেখা। এদিনও অনুরাগীদের কাছে তাঁর একটাই অনুরোধ। শীতের রাতে পথপশুরা যদি একটু আশ্রয়ের সন্ধানে আসে, তাদের তাড়িয়ে না দিয়ে একটু শোওয়ার জায়গা দেওয়া। অবলা প্রাণীগুলো তাতেই খুশি।

X