বাংলাহান্ট ডেস্ক: নিজের শহরেই বারবার উপেক্ষিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) স্থান পায়নি শ্রীলেখা পরিচালিত ছবি ‘এবং ছাদ’ (Ebong Chaad)। তিনি নিজেও কোনো আমন্ত্রণ পাননি। বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী। এবারেও একই ঘটনার পুনরাবৃত্তি। শহর কলকাতা শ্রীলেখাকে ব্রাত্য করলেও তাঁর পরিচালিত ছবিকে আপন করে নিল বাংলাদেশ।
২১ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Dhaka International Film Festival) প্রদর্শিত হবে ‘এবং ছাদ’। মহিলা পরিচালক ক্যাটেগরিতে স্থান পেয়েছে ছবিটি। সুখবরটা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে শ্রীলেখা লিখেছেন, ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পায়নি আমার ছবি ‘এবং ছাদ’। ঢাকায় পেয়েছে। যাইহোক বিচক্ষণ আপনারা বাকিটা বুঝে নেবেন।’
আগামী ১৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে ২১ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সে সময়েই ওপার বাংলায় যাবেন শ্রীলেখা। বাংলাদেশি সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, মোট ৭০ টি দেশের ২০ টি ছবি প্রদর্শিত হবে চলচ্চিত্র উৎসবে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকেই অনুষ্ঠিত হয়েছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে প্রদর্শিত হয়নি ‘এবং ছাদ’। রাজ্য সরকারের প্রতি কটাক্ষ শানিয়ে শ্রীলেখা অভিযোগ করেছিলেন, তাঁর কাছে একটা ফোন পর্যন্ত আসেনি। সেটা তাঁর রাজনৈতিক মতাদর্শের কারণে কিনা তা তিনি জানেন না।
১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারেও স্থান পেল না শ্রীলেখার ছবি। এর আগে অবশ্য নন্দনে প্রদর্শিত হয়েছিল ছবিটি, তাও আবার খানিক টালবাহানা, বিতর্কের পর। বিদেশে একাধিক চলচ্চিত্র উৎসবে সম্মান পেলেও নিজের শহরই বারবার দূরে ঠেলে দিচ্ছে শ্রীলেখাকে।