‘এ স্বাদের ভাগ হবে না’! পাঁচ হাজারের ‘কালনাগিনী’ মাছ খেয়ে বাঙালি ভাত-ডাল-আলুসেদ্ধতেই মন মজল শ্রীলেখার

বাংলাহান্ট ডেস্ক: অনেকদিন পর দেশে ফিরলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ‍্যালে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ইউরোপে বেশ কিছুদিন কাটিয়ে সদ‍্য দেশে ফিরেছেন অভিনেত্রী। আর ফিরেই মজেছেন প্রিয় বাঙালি খাবারে।

এই জিনিসটাকেই বিদেশে সবথেকে বেশি মিস করেছেন শ্রীলেখা। ইউরোপে খাঁটি বাঙালি খাবারের বড়ই অভাব। তবে অভিনেত্রীর অবশ‍্য তা চেখে দেখার সৌভাগ‍্য হয়েছিল জুরিখে। সে দেশের এক বাঙালি পরিবারের অতিথি হয়েছিলেন শ্রীলেখা। তাঁরাই বাঙালি খাবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জন্মদিনের ভোজ খাওয়ান অভিনেত্রীকে। মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ও চিংড়ি মাছ।

IMG 20210918 011024
কিন্তু নিজের বাড়ির, আপনজনের হাতে রান্না করা খাবারের স্বাদ তো নিঃসন্দেহে অন‍্য রকম। আর তাই কলকাতায় ফিরে আর এতটুকু দেরি করেননি শ্রীলেখা। জমিয়ে বসে খেয়েছেন ভাত ডাল আলুসেদ্ধ। একেবারেই সাধারন খাবার, কিন্তু তাই যেন অমৃত শ্রীলেখার কাছে। এই কদিন বিদেশে থেকে পাস্তা, পিৎজাতে অরুচি ধরে গিয়েছে অভিনেত্রীর। বাড়ির ভাত ডালেই স্বর্গসুখ খুঁজে পাচ্ছেন তিনি।

IMG 20210918 011040
প্রিয় বান্ধবী শুক্লা বি হাজরা রান্না করে পাঠিয়েছেন শ্রীলেখার জন‍্য। খাবারের আস্বাদ নেওয়ার সময়ে ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। পাশে বসে রয়েছে তাঁর আদরের পোষ‍্য। মাঝে মাঝে তার মুখেও খাবার তুলে দিচ্ছেন শ্রীলেখা। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘সেরা কমফোর্ট ফুড। এত ক্রেপ, পিৎজা, রিসোতোর পর ভালবাসা দিয়ে বানানো ভাত ডাল আলুসেদ্ধ পেয়েছি। এ স্বাদের ভাগ হয় না গো।’

বিদেশে গিয়ে একের পর পর এক জিনিসে পয়সা খসেছে শ্রীলেখার। এর আগে ৬০ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫ হাজার টাকা দিয়ে প্রাইভেট বোট ট‍্যাক্সি ভাড়া করে লিডো থেকে ভেনিস গিয়েছিলেন অভিনেত্রী। খরচের বহর দেখে তখনি নিজেকে দেউলিয়া ঘোষনা করেছিলেন তিনি। এখানেই শেষ না। ভেনিসের রেস্তোরাঁয় খেতে গিয়ে ‘কালনাগিনী’ মাছের ছোবলও খেতে হয়েছে শ্রীলেখাকে। এরপর নিজের বাড়িতে বসে ভাত ডাল আলুসেদ্ধকেই ‘কমফোর্ট ফুড’ ঘোষনা করেছেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর