চটকদার-কুরুচিকর শিরোনামে খবরের অত্যাচার, ‘আমার এক ১৭ বছরের মেয়ে আছে’, ক্ষুব্ধ শ্রীলেখা

বাংলাহান্ট ডেস্ক: তাঁর মনে যা মুখেও তাই। রেখেঢেকে, তেতো কথা মিষ্টি করে বলতে পারেন না। তাই ইন্ডাস্ট্রি তথা নেটমাধ্যমেও স্পষ্টবাদী বলে একটু দুর্নামই রয়েছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra)। তাতে অবশ্য পাত্তা দেন না তিনি। তবে তাঁকে নিয়ে মুখরোচক তথা কুরুচিকর ইঙ্গিতবাহী শিরোনামে খবর দেখলে ফোঁস করে ওঠেন বইকি। এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেই ফেললেন শ্রীলেখা।

২১ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন শ্রীলেখা। তাঁর পরিচালিত এবং প্রযোজিত ছবি ‘এবং ছাদ’ প্রদর্শিত হয়েছে চলচ্চিত্র উৎসবে। পরিচালক অভিনেত্রী নিজে উপস্থিত ছিলেন প্রদর্শনীতে। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হয়েছে ‘এবং ছাদ’।

sreelekha ebong chaad

এরপরেই ওপার বাংলার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন শ্রীলেখা। তখনি কিছু ভুয়ো বাংলাদেশি নিউজ পোর্টালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের কিছু ভুয়ো নিউজ পোর্টাল আমাকে নিয়ে নানান চটকদার শিরোনামে খবর করে। দয়া করে আপনারা এমনটা করবেন না। আমার ১৭ বছরের একটি মেয়ে রয়েছে’।

শ্রীলেখা আরো বলেন, বাংলাদেশের প্রতি তাঁর অনেক ভালবাসা রয়েছে। কারণ এই দেশেই রয়েছে তাঁর পূর্বপুরুষের বাড়ি। এটা তাঁর বাবার দেশ। তিনি চান না বাংলাদেশকে নিয়ে কেউ খারাপ কিছু বলুক। শ্রীলেখা এও জানান, এই ধরণের আপত্তিকর খবর নিয়ে কলকাতার সাইবার ক্রাইমেও অভিযোগ জানিয়েছিলেন তিনি।

তবে ওপার বাংলায় গিয়ে আনন্দের সঙ্গে কিছুটা আক্ষেপও ঝরে পড়েছে শ্রীলেখার কথায়। নিজের শহর কলকাতা তাঁকে প্রাপ্য সম্মান দেয়নি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা হয়নি তাঁর পরিচালিত ছবির। আমন্ত্রণ পাওয়া তো দূরের কথা। সেখানে পড়শি দেশ সমাদর করে ডেকে নিয়ে গিয়েছে তাঁকে। কলকাতার অভিনয় জগতে রাজনীতি নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীলেখা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর