বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহান্তে দারুণ সুখবর দিলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। আরো এক নতুন পুরস্কার উঠল তাঁর হাতে। অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের তরফে ‘দ্য লেজেন্ড অফ বেঙ্গল’ (The Legend of Bengal) সম্মানে সম্মানিত হলেন তিনি। আক্ষরিক অর্থেই বাংলার কিংবদন্তির তকমা পেলেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় সুখবরটা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
১০ ডিসেম্বর শনিবার কলকাতার রোটারি সদনে এই পুরস্কারের জন্য শ্রীলেখার নাম ঘোষনা করা হয়। সোশ্যাল মিডিয়ায় খবরটা স্বভাবোচিত মজার ছলে দিয়েছেন শ্রীলেখা। লিখেছেন, ‘আজ রোটারি সদন কলকাতায়। আমি নাকি লেজেন্ড অফ বেঙ্গল! ওগো শুনছো’।
মজা করলেও সম্মান পেয়ে খুশি শ্রীলেখা। সংবাদ মাধ্যমকে জানান, প্রথমে খবর শুনে খুব অবাক হয়েছিলেন তিনি। যারাই তাঁকে সম্মানটা দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলেখা। জানা যাচ্ছে, শুধু অভিনেত্রী হিসাবে নয়, একজন মানুষ হিসাবেও সম্মানিত করা হয়েছে শ্রীলেখাকে।
সমাজের প্রতি দায়বদ্ধতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সর্বোপরি অবলা পশুদের প্রতি শ্রীলেখার যত্ন, ভালবাসা সত্যিই কুর্নিশের দাবি রাখে। সেই কারণেই অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের তরফে এই বিশেষ সম্মান প্রদান করা হল তাঁকে। অনুরাগীরাও উচ্ছ্বসিত শ্রীলেখার এই নতুন সাফল্যে।
চলতি বছরে বেশ কিছু সম্মান পেয়েছেন শ্রীলেখা। মাস কয়েক আগে তাঁর ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিল। পাশাপাশি গত গত বছর নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছিল ছবিটি।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে