চারিদিকে তারকাদের ঘটছে বিবাহ বিচ্ছেদ, ‘বিশেষ উপদেশ” নিয়ে আসরে নামলেন শ্রীলেখা

বাংলা হান্ট ডেস্কঃ যেন সম্পর্ক ভাঙার একটা রোল উঠেছে টলিউড বলিউডে। একের পর এক সম্পর্ক ভাঙনের হট কেক নিউজে সরগরম পেজ ত্রি। তবে বিনোদন জগতে যারাই এইভাবে সম্পর্কের ইতি টানার তোরজোড় শুরু করেছেন, তাঁদের উদ্দেশ্যে এক বার্তা দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

বলি অভিনেতা আমির খান তাঁর স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব রাখার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ ১৫ বছরের সম্পর্কের ইতি টানতেই, সেই ছায়া দেখা গেল টলিউডেও। গায়ক অনুপম রায়ও তাঁদের দাম্পত্য জীবনে দাড়ি টেনে স্ত্রীয়ের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার আশ্বাস দিয়েছেন।

আবার প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের মধ্যেকার সম্পর্কের ভাঙনের গুজবও ছড়িয়েছিল পেজ ত্রির পাতায়। তেমনই আবার অন্যদিকে গুজব উঠেছে ভাঙন ধরেছে দেবলীনা এবং তথাগতর দাম্পত্য জীবনে, প্রবেশ করেছে তৃতীয় ব্যক্তি। এবিষয়ে অবশ্য তারকারা মুখ না খুললেও, তাঁদের গল যেন হাওয়ায় ভেসে চলে।

https://www.facebook.com/sreelekha.mitra.7/posts/10222085785638445

সেলিব্রেটিদের বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে স্যোশাল মিডিয়ায় এক পোস্ট করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। উপদেশ দিয়ে লেখেন, ‘যেসকল দম্পতিরা বিবাহবিচ্ছিন্ন বা সম্পর্ক ভেঙে আলাদা থাকার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য একটা উপদেশ রয়েছে আমার। যারা বিনোদন দুনিয়ায় রয়েছেন, তাঁদের জন্য উপদেশ- নিজেদের ব্যক্তিগত জীবনের বিষয়ে বেশি তথ্য প্রকাশ্যে আনবেন না একদম। আর যদি সম্পর্ক ছেড়ে বেরিয়েও আসেন, তাহলে প্রাক্তন প্রেমিক কিংবা প্রেমিকাকে একদমই অসম্মান করবেন না। পুরনো সম্পর্ককে সম্মান করতে শিখুন, কারণ একটা সময়ে আপনারা অনেক ভালো সময় একসঙ্গে কাটিয়েছেন। দিদি বা সহকর্মী হয়ে নিজের অভিজ্ঞতা থেকেই একথা আপনাদের বলছি’।

Smita Hari

সম্পর্কিত খবর