বাংলা হান্ট ডেস্কঃ টলিপাড়ার স্পষ্টবাদী অভিনেত্রী হিসেবে বেশ পরিচিত শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সিনেদুনিয়া সহ কমবেশি সব ইস্যুতেই মতামত দিতে দেখা যায় তাঁকে। এবার সেই অভিনেত্রীই এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করলেন। সম্প্রতি সেই পরিচালকের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
কোন পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের শ্রীলেখার (Sreelekha Mitra)?
সম্প্রতি মালায়ালম সিনেদুনিয়ায় মহিলা শিল্পীদের উপর হেনস্থা বা নির্যাতনের অভিযোগের ভিত্তিতে হেমা কমিশন রিপোর্ট পেশ করেছে। এরপরেই এই ইস্যু নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কয়েকদিন আগে টলিউডের (Tollywood) শ্রীলেখা এক মালায়ালি পরিচালকের হেনস্থার অভিযোগ এনেছিলেন। সংবাদমাধ্যমে এই অভিযোগ আনার পর এবার সোজা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি।
শ্রীলেখার অভিযোগ, ঘটনাটি ঘটেছিল ২০০৯ সালে। ‘পালেরি মনিক্যমঃ ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’র অডিশনের সময় মালয়ালি পরিচালক রঞ্জিত বালকৃষ্ণন (Ranjth Balakrishnan) তাঁকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ আনেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘অডিশনের সময় রঞ্জিত আমাকে ছবির গল্প বলার জন্য ওর শোয়ার ঘরের দিকে ডেকে নিয়ে যান। আমি ভাবলাম উনি হয়তো ভিড় এড়ানোর জন্য ডাকছেন। ঘরটি বেশ অন্ধকার ছিল। ঘরের বারান্দায় দাঁড়িয়ে আমি একজন সিনেম্যাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম’।
আরও পড়ুনঃ অভিষেকের মেয়েকে ধর্ষণের হুমকিতে গ্রেফতার ১! পুলিশের জালে কে? ফাঁস হতেই তোলপাড়
শ্রীলেখা জানান, আচমকাই তাঁর হাতের চুড়ি নিয়ে খেলতে শুরু করেন পরিচালক। অভিনেত্রীর কথায়, ‘আমার অস্বস্তি হচ্ছিল। কারণ আমার সঙ্গে ওর তেমন কোনও বন্ধুত্ব ছিল না। তবে আমি নিশ্চিত হতে পারছিলাম না। এরপর উনি আমার চুলে এবং ঘাড়ে হাত দিতে আরম্ভ করেন। আমি সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে বেরিয়ে যাই’।
এই অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার না করলেও ২৪ ঘণ্টার মধ্যে কেরলের সরকারি সংস্থা ‘কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি’ থেকে ইস্তফা দেন রঞ্জিত। এদিকে জানা যাচ্ছে, সোমবার কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে পরিচালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রীলেখা (Sreelekha Mitra)। তিনি বলেন, ‘এটা যেহেতু একটা অপরাধ, সেই কারণে শীর্ষ আদালতের নির্দেশিকা অনুসারে লিখিত অভিযোগ দায়ের করেছি। ইমেল করে আমি অভিযোগ দায়ের করেছি’।