মদন মিত্রের আরোগ্য কামনায় শ্রীলেখা, লিখলেন- সেরে উঠুন মদনদা, খেলতে হবে তো!

বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূল প্রার্থী মদন মিত্রের (Madan Mitra) আরোগ্য কামনা করলেন অভিনেত্রী তথা বাম সমর্থক শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ভোট পঞ্চমীতে অসুস্থ হয়ে কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র।

নির্বাচন কালে রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা ক  রোনা আক্রান্ত হয়ে পড়েছেন। নির্বাচনের পঞ্চম দফায় অসুস্থ হয়ে পড়েছিলেন মদন মিত্র। তাঁর শরীরে অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল। অস্কিজেন নিয়ে বিশ্রাম নিলেও বুধবার সকালে স্বাস্থ্যের অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

uiggllblbl

পরবর্তীতে কোভিড নিউমোনিয়ার রিপোর্ট পাওয়ার পর তাঁকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। একজন দক্ষ রাজনীতিবিদ হওয়ার পরও স্যোশাল মিডিয়ায় দারুণ ফ্যান বেস রয়েছে মদন মিত্রের। তাঁর এক একটি লাইভ ভিডিও দেখার জন্য উন্মুখ হয়ে থাকে নেটিজনরা। এমনকি সম্প্রতি আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়নী ঘোষ তাঁকে ‘বাংলার ক্রাশ’ বলেও সম্বোধন করেন।

https://www.facebook.com/sreelekha.mitra.7/posts/10220821528832815

এককথায় বাংলার ক্রাশ অসুস্থ হয়ে পড়ায় আর সকলের মত তাঁর আরোগ্য কামনা করলেন অভিনেত্রী তথা বাম সমর্থক শ্রীলেখা মিত্রও। পোস্ট করে লিখলেন, ‘সেরে উঠুন মদনদা। খেলতে হবে তো এখনও অনেকদিন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও, আমি চাই আপনি তাড়াতাড়ি সেরে উঠুন’।

Smita Hari

সম্পর্কিত খবর